আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ে হয়ে জন্ম নেয়াই কি পাপ!!!!!!! আর কত অপমান সহ্য করতে হবে ।।। আসলে এ অপমান কি শুধুই নারীদের নাকি, পুরুষদের, রাষ্ট্রের । নাকি কারোই নয় শুধু নারীদের ছাড়া । আমার দেশের নারীরা কি মুক্ত আকাশের নিচে শালীনতা নিয়েও স্বাধীনতা স্বাদ নিতে পারবে না ।।।।।

মেয়েকে ধর্ষণের ঘটনায় বখাটেকে আটক করায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাঘবপুর গ্রামে এ হামলায় নিহত হবিবুর রহমান (৫৫) ওই গ্রামেরই বাসিন্দা। বখাটেরা হাবিবুরের বাড়িঘরে ভাংচুরও করে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস বলেন, হাবিবুর রহমানের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সোমবার দুপুরে পাশের বামনকুড়ি গ্রামে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় বখাটে বালুয়া বাজার গ্রামের আবুল বাসার ওরফে ছোট মিলন (২৫) তাকে ধর্ষণ করে। পরে বিকাল ৫টার দিকে তাকে তার বাড়ির কাছে রেখে যায়।

বিষয়টি বাড়ি এসে বললে ছাত্রীর অভিভাবকরা অভিযোগ দিতে সন্ধ্যায় থানায় রওনা হয়। এ খবর শুনে বখাটে মিলন ও তার সঙ্গীরা এসে অভিভাবকদের বাধা দেয়। ওই সময় এলাকাবাসী মিলনকে আটক করে। এতে মিলনের সঙ্গীরা হামলা চালিয়ে হাবিবুরের ঘরবাড়ি ভাংচুর এবং হাবিবুর ও তার ছোট ভাই শাহ আলমকে প্রচণ্ড মারধর করে মিলনকে নিয়ে যায়। গুরুতর আহত হাবিবুরকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, পুলিশ রাতে লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে এসেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.