আমাদের কথা খুঁজে নিন

   

ক্রীস্চিয়ানো রোনাল্ডো র গোল উদযাপনের অর্থ

আন্ধার রাতে জোনাক খুজে বেড়ানো "কেউ-এক-জন" । ক্রীস্চিয়ানো রোনাল্ডো কে স্কোর করার পর অনেক সময় অনেক ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায়, এগুলা অবশ্য খাপ ছাড়া না, এর প্রত্যেকটার আলাদা কারণও আছে । ওর বিখ্যাত দশটা উদযাপনের অর্থ এখন বলবো : ১ . "The Silencer" : #বিবরণ : বিপক্ষ দলের সমর্থকরা যখন ওর নামে দুয়ো ধ্বনি দেয়, আর সেই অবস্থায় ও স্কোর করতে পারলে, ও বিপক্ষ সমর্থকদের চুপ করে থাকতে বলে এই ভঙ্গিতে। #ছবিটা তোলার সময় : কোপা দেল রে'র কোয়ার্টারফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে । ২. "The Thumb Sucker" #বিবরণ : গোল করার পর ক্রীস্চিয়ানো রোনাল্ডো ওর মুখে বুড়ো আঙ্গুল দিয়ে এই ভঙ্গিতে তার ছয় মাস বয়সী ছেলেকে গোলটা উৎসর্গ করে ।

৩. "The Claw" #বিবরণ :আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বেশি বিখ্যাত এই ভঙ্গিটা তার পিচ্চি ছেলের দোলনার দেয়ালে উঠে দাড়ানোর প্রচেষ্টা কে নকল করে দেখানো । ৪. "The Dancer" #বিবরণ :এটা ওর পুরানো শত্রু কিন্তু এখনকার সবচেয়ে ভাল বন্ধু মারসেলোর সাথে নেচে গোল উদযাপন । ৫. "The Fist Anger" #বিবরণ :এটা ওর ​ক্ষমতা ​প্রদর্শনের একটা ভঙ্গি । #ছবিটা তোলার সময় : এটা Racing Santander বিরুদ্ধে Santiago Bernabéu তে তোলা হয়েছে । ৬. "The Deaf" #বিবরণ : একাধিক গোলের পর অ্যায়ে ম্যাচে স্টেডিয়াম জুড়ে নীরবতা কে উপভোগ করা ।

#ছবিটা তোলার সময় :Alicante তে, Hércules বিরুদ্ধে ম্যাচে নেওয়া। ৭. "The Sliding Machine" #বিবরণ : স্লাইড দিয়ে "একোয়া স্প্ল্যাশ" এর মজা নেয়া । #ছবিটা তোলার সময় :এটা Racing Santander বিপক্ষে Santiago Bernabéu তে তোলা হয়েছে । ৮. "From Ronaldo to Ronaldo" #বিবরণ :উদযাপনের এই ভঙ্গিটা আগের ব্রাজিলীয় 'রোনাল্ডো নাজারিও' ব্যবহৃার করতো, তিনিও রিয়েল মাদ্রিদে খেলতেন । ৯. "The Kinder Garden" #বিবরণ :বড় আসরের ম্যাচে গোল করার পর মাঝে মাঝে অ্যাসিস্টকারীর হাত ধরে এভাবে দৌড় দেয়।

#ছবিটা তোলার সময় :এটা UEFA চ্যাম্পিয়নস লীগে AJAX এর বিপক্ষে তোলা হয়েছে । ১০. "The Claw Mirror" #বিবরণ :ওর সেই পুরানো শত্রু আর এখনকার সবচেয়ে ভাল বন্ধু মারসেলোর সাথে Claw ভঙ্গি একসাথে করা যেন দুইজনই আয়নার সামনে নাচছে । #ছবিটা তোলার সময় :এই ছবিটা Getafe এর বিপক্ষে খেলার সময় তোলা হয়. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.