আমাদের কথা খুঁজে নিন

   

সব্বাইকে ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা..............

আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... আইলো রে আইলো ফাগুন গাছে আর এখন লাগে না আগুন ভ্রমররা করে না গুনগুন কান পেতে তোরা শুনরে শুন । ফুল ফুটুক আর নাই ফুটুক কোকিল কুহু কুহ করে নাই উঠুক...... বাসন্তী শাড়ীতে সেজেছে ললনা কপালের লাল টিপে যেন ছড়াচ্ছে রূপের ছলনা.. মন মেতে উঠুক আমের মুকুলের মাতাল সমীরেণের স্নিগ্ধ পরশে মনে ছড়াক হাজারো রং মনোরম আবেশে। বসন্তের পহেলা দিনটির মতই হউক জীবন সুন্দর, বিমূর্ত আনন্দের যেন কাটে সবার প্রতিটি দিন প্রতিটি মুহুর্ত । =================================== এই মুহুর্তে আর মিলাতে পারছি না .......... sad sad =================================== সবাইকে আমার ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা ........... ১। ২।

৩। ৪। ৫। ৬। ৭।

৮। ৯। ১০। ১১। ১২।

১৩। ১৪। ১৫। ১৬। ১৭।

১৮। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.