আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াটস্ এ লাকি ডে !

১০.২.১২ দিনটা সপ্নের মতো কেটেছে। দিন পনেরো আগেই বিপিএল এর টিকেট কেটেছিলাম অনলাইনে। ব্যানারও লিখতে দিয়েছিলাম। ফুরফুরে মেজাজে খেলা দেখবো সিদ্বান্ত নিলাম কিন্তু অফিস সহকারী মাসুদ এর যন্ত্রনায় আমাদের কর্পোরেট টিমের সাথে অন্য কর্পোরেটের অফিসের খেলা ফেলতে বাধ্য হলাম। কিন্তু সবাই যেহেতু চাকুরী করি শুক্রবারই সেরা দিন।

আমিতো পুরাই ধরা, পিছলানোর চেষ্টা করলাম! কিন্তু একি আমাকে বানানো হলো কোচ কাম অধিনায়ক! আমারতো হাটু কাপানি অবস্থা। কে কেমন খেলে কিছুই জানি না অথচ তিন দিন পর খেলা তাও আবার বিপিএল এর প্রথম খেলার দিন! আমি টিকেট কেটেছি সেদিনের যাই হোক ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ব্যাপারটা জানালাম, তারা বেশ উৎসাহী হয়ে ফাইনান্স করলো। সবাইকে জানিয়ে দিলাম তারিখ,সময় ও ভেনু্। তারিখ -১০.০২.১২ সকাল-৮টা, বিআরপি প্লে গ্রাউন্ড। যথারীতি সবার আগমন, সবাইকে বেশ উৎফুল্ল দেখাছিলো।

খেলার আগেই ভি চিন্হ দেখালো আমার দলের খেলোয়াররা! সবাই এক ঘন্টা প্রাক্টিস করলো ফাকে আমি ১১ জনের তালিকা প্রস্তুত করলাম। ১৮ জন থেকে ১১ জন নির্ধারন আমার জন্য খুবই কষ্টকর হলো, সবাই ছুটির দিনে পরিবার পরিজন ফেলে খেলার জন্যই এসেছিলেন আর আমি কিনা...? আমাদের দলের আমি সহ প্রায় সবাই ফিটনেসহীন (ভুরীওয়ালা)! ওদের দলে সব ইয়ং, কিছুটা ভরকে গিয়েছিলাম তবে আশাহত হয়নি। আমাদের দলে প্রায় সবাই কোন না কোন সময়ে ক্রিকেট খেলতেন। নিজেও বল করে একবার স্ট্যাম্প ভাঙ্গার রেকর্ড করেছিলাম। সে যাই হোক অবশেষে জয় নিয়েই ফিরেছিলাম স্কোর-ইউনাইটে ফিন্যানসিয়াল ট্রেডিং কোং- ২০ ওভারে ১৪৬/৮ মেট্রোসেম কর্পোরেট টিম - ১৫২/৬ (টস করছি কিন্তু টসে হেরেছিলাম) (গ্যালারীতে জয়ের জন্য অপেক্ষা) (অবশেষে জয়) (ফটোশেসন) (ট্রফি নিয়ে উল্লাস) অফিসিয়াল খেলা শেষে বিপিএল এর খেলা দেখলাম (বিশেষ কায়দায় নেয়া ব্যানার হাতে) (দর্শকদের একাংশ) (ছোট ভাই ও আমি) প্রিয় দল বরিশাল বার্নাস এর ব্যানার নিয়ে খেলা দেখলাম, সেটাও জিতলাম।

যেহেতু এক টিকেটে দুই ছবি থুক্কু দুই খেলা তাই বাধ্য হয়ে চিটাগাং কিংস এর পক্ষ নিলাম এবং সেটাতে জয়। সারাটা দিন জয় দিয়েই কাটলো রাতে শোবার আগে মুখ থেকে বেরোলো হোয়াটস্ এ লাকি ডে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.