আমাদের কথা খুঁজে নিন

   

গেইলকে রেখে দিচ্ছে বরিশাল বার্নার্স!

বরিশাল বার্নার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরু থেকেই ঝড় তুলেছেন ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইল। উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করে বিপিএলকে জমিয়ে তুলেছেন তিনি। অথচ এই ব্যাটসম্যানকেই কি-না ছয় ম্যাচ পর ছাড়তে হবে বরিশালকে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল খেলে গেইলের দক্ষিণ আফ্রিকা সুপারস্পোর্টস টি২০ লীগে ডলফিনের হয়ে খেলতে চলে যাওয়ার কথা। বিপিএল শুরুর আগে এমনই কথা ছিল।

তবে এখানে এসে গেইলও চাচ্ছেন বরিশালের হয়ে পুরো বিপিএল শেষ করে যেতে। বরিশালও চাচ্ছে, যে কোনো মূল্যেই হোক তাকে রেখে দিতে। অবশেষে গেইলকে পুরো বিপিএলে রেখে দেওয়ার একটা পথ খুঁজে পেয়েছে বরিশাল বার্নার্স। এ জন্য একটি উপায়ও বাতলে দিয়েছেন গেইল নিজেই। সে জন্য হয়তো বরিশালকে অতিরিক্ত ব্যয় করতে হতে পারে আড়াই লাখ ডলার।

গেইল ছাড়া বরিশাল যেন অর্থহীন। টুর্নামেন্টের শেষ পর্যন্ত গেইলকে পেলে শিরোপা জয়েরও একটা সম্ভাবনা থাকবে তাদের সামনে। এ কারণেই তারা শেষ পর্যন্ত রাখতে চায় গেইলকে। এ জন্য অবশ্য তাদের দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি ডলফিনের সঙ্গে সমঝোতা করতে হবে। সমঝোতা হলেই বরিশালে থাকতে পারবেন গেইল।

সে ক্ষেত্রে বরিশালের কর্মকর্তাদেরই ডলফিনের সঙ্গে যোগাযোগ করতে হবে। ১৯ থেকে ২৯ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালের আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি২০ লীগে ডলফিনের হয়ে গেইলের যে ক'টি ম্যাচ খেলার কথা, সে ক'টি ম্যাচ অনুসারে দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজিটিকে মূল্য পরিশোধ করতে হবে। বরিশাল বার্নার্সের একটি সূত্রে এ তথ্য জানা যায়। সুত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।