আমাদের কথা খুঁজে নিন

   

ডিএনএস বদলে,এই চরম সাইবার যুদ্ধে নিজেকে নিরাপদ রাখুন!!

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! যুদ্ধ চরম আকার ধারণ করেছে। ইন্ডিয়ার ১৫ হাজারের বেশি সাইট খোমা হয়ে গিয়েছে । আজ মধ্যরাতে শুরু হবে মরণ কামড় । প্লিজ,কেউ কোন সাম্প্রদায়িক বিরোধিতা করবেন না। কোন ধরণের ধর্মীয় উসকানীমূলক কমেন্টস করবেন না।

যুদ্ধ ভারতের সাথে, হিন্দুদের সাথে না। ফেসবুক-সহ অন্যান্য একাউন্ট বাঁচানোর জন্য আপনার পিসি'র DNS Server Address পরিবর্তন করে Google Public DNS অথবা OpenDNS - এর সার্ভিস ব্যবহার করুন সেভেন ইউজার: Click Start>Control Panel>View Network Status and Tasks>Change adapter setting> Internet Connection-“Local Area Connection” Or the name of your ISP (As GP,RObi,) এর উপর ডাবল ক্লিক করুন। এরপর Properties এ গিয়ে Internet Protocol Version 4 (TCP/IPv4) এর Properties এ ক্লিক করুন এর পর নিচের যেকোন একটা ডিএনএস বসিয়ে এন্টার চাপুন আর ওকে করে বেরিয়ে আসুন। ওপেন DNS1: 208.67.222.222 and DNS2: 208.67.220.220. গুগল DNS : DNS1: 8.8.8.8 and DNS2: 8.8.4.4. এক্সপির জন্য: Click Start>Control Panel>Network connection icon> Internet Connection-“Local Area Connection” Or the name of your ISP (As GP,RObi,) এর উপর ডাবল ক্লিক করুন। এরপর Properties এ গিয়ে Internet Protocol Version 4 (TCP/IP) এর Properties এ ক্লিক করুন এর পর নিচের যেকোন একটা ডিএনএস বসিয়ে এন্টার চাপুন আর ওকে করে বেরিয়ে আসুন।

ওপেন DNS1: 208.67.222.222 and DNS2: 208.67.220.220. গুগল DNS : DNS1: 8.8.8.8 and DNS2: 8.8.4.4. নিজে নিরাপদ থাকুন আর সবাইকে নিরাপদ রাখুন । বাংলার দামাল ছেলেরা এগিয়ে যাক ব্লাডি ইন্ডিয়া নিপাত যাক!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।