আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে মাঝে মাঝে নিখুঁত ভাবে তৈরী ফটোশপের তৈরী শৈল্পিকতা দেখে আসলেই অবাক লাগে । গ্রাফিক্স এর জগতে ফটোশপ এক অনন্য নাম। ওয়েব ডিজাইনিং থেকে শুরু করে ইমেজ এডিটিং সবই করা হয় এই ফটোশপে। যেকোনো ধরনের টেক্সট ইফেক্ট তৈরি করতেও ফটোশপ সিদ্ধহস্ত। ছবিগুলো আমার সংগ্রহে ছিল তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি ।
আশা করি ভালো লাগবে সবার ।
১। রঙ করায় ব্যস্ত রঙের শিল্পীরা ।
২। পাথরে কারুকাজ
৩।
লেডী ইন বীচ
৪। পাথরের হাত
৫। ড্রাগন
৬। অবাক জলপান
৭। এটা কি জানি না
৮।
৯। গাছ
১০।
১১।
কি কেমন লাগলো ?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।