নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন মেঘ নামের ৫ বছর বয়সের এই ছোট্ট ফুটফুটে ছেলেটি অসময়ে হারিয়েছে একই সাথে ওর বাবা ও মাকে । শান্তির পায়রা ওর অধরাই থেকে গেল । ও আর ওর বাবা-মার আদর পাবেনা । ওর বাবা-মায়ের দোষ, তাঁরা অকুতোভয় দুজন সাংবাদিক ছিলেন । আমরা তাঁদেরকে জীবনের নিরাপত্তা দিতে পারিনি, আমরা পারিনি মেঘের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে ।
এত আদরের এই শিশুটি এক রাতের ব্যবধানে কেমন এতিম হয়ে গেল, আর আমরা কিছুই করতে পারলাম না । আমরা পারলাম না ওর পরিবারকে বাঁচাতে । পরশু হিন্দুদের আনুমানিক ৫ টি মন্দির ভাঙ্গা হল,কারো বিচার হলনা । সাথে সাথেই ১৪৪ ধারা জারি থাকার কারণে ঘটনার প্রতিবাদও করা গেল না । সংখ্যালঘুদের মন্দির ভাঙ্গার খবরটি কোন মিডিয়াতেও এল না ।
গতকাল ভাঙ্গা হল একটি সুখের ঘর । একটি ফুটফুটে শিশুকে এতিম করে দেয়া হল । গোটা জীবন বাবা- মায়ের স্মৃতি আঁকড়ে ধরে একাকী বাঁচতে হবে ওকে । এগুলা দেখার কি কেউ নাই? আর কত ? আমরা কি শুধু চেয়ে চেয়েই দেখবো? শান্তি কি আসবেনা কখনই ?
ছবি পরিচিতিঃ
ছবির ছেলেটার নাম মেঘ। ছবিটা লন্ডনের টাওয়ার ব্রিজের কাছ থেকে তোলা।
মেঘ এর পরিচয় সে এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ও মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সারওয়ারের একমাত্র ছেলে । মেঘকে বলি, 'তোমার বাবা-মা একটা ভুল দেশে জন্মগ্রহন করেছিলো, তোমার জন্ম হয়েছে একটা ভুল দেশে। এটা একটা অভিশপ্ত জনপদ, আমরা একটা অভিশপ্ত জাতি। ' [Abdullah Kais]
ছবি কৃতজ্ঞতাঃ Abdullah Kais
বিস্তারিত খবরঃ
রুনির ভাইকে ছেড়ে দিয়েছে পুলিশ (ভিডিও)
ছোট্ট মেঘের জীবনে কালো ছায়া
জড়িতদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর
[আপডেট আসছে] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।