সব ক'টা জানালা খুলে দাওনা-ওরা আসবে চুপিচুপি-যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সামুতে এখন শুধু অশনি সংকেত। কিছু কিছু মানুষের মুখোশো উন্মোচন হয়েছে সত্য কিন্তু সাথে হয়েছে প্রচুর পরিমান গালিগালাজের এক উলংগ প্রদর্শনী। সাধারণ ব্লগার বিশেষ করে আমার মতো ব্লগার যারা সামুতে আসে ভাল ভাল লেখা পড়তে আর অনেক কিছু জানতে তারা সামুর বর্তমান পরিস্হতিতে যারপরনাই আতংকিত। আশা করব সামুর বেষ্ট ব্লগারেরা তাদের জ্ঞানগর্ব লেখালেখি দ্বারা সামুর বর্তমান অবস্হা পরিবর্তনের চেষ্টা করবেন। আর আমরা তো আছি- ই আপনাদের ভাল ভাল লেখাগুলো পড়ে নিজেদের জ্ঞানকে একটু এগিয়ে নিতে। আশা করি সব ব্লগার মিলে সামুতে একটা সুন্দর-স্বাভাবিক পরিবেশ নিয়ে আসতে পারবো। **সৃষ্টিকর্তা যদি আমাকে ভাল লেখার ক্ষমতা দান করতেন তবে আমি ই প্রথম পাতায় শুধু ভাল ভাল লেখা লেখে ফ্লাডিং করতাম। ভাল লেখার জয় হোক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।