আমাদের কথা খুঁজে নিন

   

শপথ নিলেন কাজী রকিব

নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন সাবেক সিএসপি কর্মকর্তা কাজী রকিব উদ্দিন আহমদ। বৃহস্পতিবার কাজী রকিবের সঙ্গে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের কাছ থেকে শপথ নিয়েছেন নতুন তিন নির্বাচন কমিশনারও। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সাড়ে ৪টা থেকে ১০ মিনিটের এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম। নির্বাচন কমিশন সচিব মো. সাদিকও অনুষ্ঠানে ছিলেন। শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাজী রকিব সাংবাদিকদের বলেন, “সংবিধান রক্ষার শপথ নিলাম, এটা কঠিন কাজ এবং গুরুদায়িত্ব, তবে আমরা প্রস্তুত।

” প্রথমে শপথ নেন কাজী রকিব। এরপর কমিশনার হিসেবে একে একে শপথ নেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী। বর্তমান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ এখনো শেষ না হওয়ায় নবনিযুক্ত নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা জজ মো. শাহনেওয়াজের শপথ বৃহস্পতিবার হয়নি। সাখাওয়াত ১৪ ফেব্র“য়ারি বিদায় নিলে তার শপথ হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুধবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী রকিবকে নিয়োগ দেন।

কমিশনার হিসেবে নিয়োগ পান অন্য চার জন। নতুন কমিশনে মোট পাঁচজন নিয়োগ পেলেও বিদায়ী কমিশনের সদস্য এম সাখাওয়াত হোসেনের মেয়াদ ১৪ ফেব্র“য়ারি পর্যন্ত হওয়ায় নতুন চার কমিশনারের মধ্যে একজনকে শপথ নিতে হবে পরে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।