প্রতিদিনিই চিন্তা করি গতকাল আমি একটা ইডিয়ট ছিলাম স্টুডিওতে যেই প্রফেশনাল মাইক্রোফন ব্যাবহার করে তা তো ম্যালা দাম। সর্বনিম্ন কত দামে পাওয়া যাইতে পারে ? আমরা পোলাপাইন মিলা কিছু মিঊজিক বানামু প্লান কর্তাছি।তো ভোকাল দিতে হইবেক তাই মাইক্রোফন একখান জরুরি দর্কার। এম্নে নরমালি হেডফোনের সাথে মাইক্রোফন থাকে যা তা অবস্থা মোবাইলের মাইক্রোফোনের মতই রেকর্ড কোয়ালিটি খ্রাপ। আর হ্যা মাইক্রোফোন্টা ল্যাপিতে ব্যাবহার করিব । মানে ঘরোয়া স্টুডিও বানাইমু স্পিকার,কম্পু সফটু ইত্যাদি জোগাড় হৈয়াছে মাইক্রোফন বাকি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।