আমাদের কথা খুঁজে নিন

   

যিহোবার রা কি ইহুদি .

আমি বলছি না ভালবাসতে হবে . আমি চাই কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিক . বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত হটাত করে কেউ দরজার নক করলো এই অসমে কেউ আসার কথা না .হেলসিনকিতে বন্ধু বা বড় ভাই আসার আগে কল দিয়ে আসে বাসায়। দরজার ফুটু দিয়া যকন দেকলাম ২ জন প্রাপ্ত বয়স্ক মেয়ে দাড়িয়ে আছে ১ বাচ্ছা মেয়ে সাথে .আমার অবস্তা চানা বরা .কিকরি কি করি ভাবতে তাক্লাম .আবার মেয়েটা বেল টিপলো .তকন দরজাটা খুলে দিয়ে হ্যালো বললাম ওরা ও বললো .প্রথম প্রশ্ন করলো আমি কুন দেশী বললাম বাংলাদেশী .আমিও একই প্রশ্ন করলাম .তারপর আমাকে জিজ্গেস করলো আমার ভাষা কি।আমি বলার সাথে সাথে আমাকে একটা বাংলা ভাষায় লিখা যিশু ক্রিস্তের বাণী ও জীবনের লক্ক আরো কত কিসু লেখা দেখে প্রশ্ন করলাম তুমরা কি গির্জা তেকে নাকি মসজিদ তেকে ওরা বলল যে ওরা যিহোবার .আমি বললাম আমি যিহবার কি আমি জানিনা .ওরা বললাম তুমরা কি ইসলাম নাকি ক্রিস্টান .ওদের কথা সুনে আমার মাথা গুরানু শুরু করলো।যকন ওরা বলল আমরা ভাগ্যবান যে আমরা বুজতে পেরেছি আমরা বুল পথে ছিলাম , আমরা বাইবেল পরার পরে আমরা ইসলাম বাদ দিয়ে ক্রিস্টান হয়েছি .আমার তো ওদের সাথে কথা বলার আগ্রহ আরো বেড়ে গেল .জীবনে এই প্রথম শুনলাম যে কেউ মুসলিম ধর্ম তেকে অন্য ধর্মে গেছে .আবার ওরা বলল যে ১জন মেয়ে ইরান তেকে আর আর ১ জন ইরাক এর .আমি একন ও বিশাস করতে পারিনা ওদের কথা। যদি হেলসিংকি তেকে কেউ ওদের সাথে যুগযুগ করতে চান তবে নিচের ঠিকানা রোববার এ দেখা করতে পারবেন .কারণ ওরা আমারে দাউয়াত দিয়া গেছে .আমি তো যাবার প্রশয় আসে না। jakomäentie 25 helsinki

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।