আমাদের কথা খুঁজে নিন

   

বইটিতে আদিবাসীদের নিবিড়ভাবে পাবেন আপনি | সালেক খোকন

লেখক সালেক খোকন। এবারের ২১শে বই মেলায় এসেছে লেখক সালেক খোকনের ‘সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী’ বইটি। বইটি সম্পর্কে লেখকের সংক্ষিপ্ত বর্ণনা ব্লগের পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো। প্রবন্ধ সংকলন সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী । সালেক খোকন ইত্যাদি গ্রন্থ প্রকাশ ।

ফেব্রুয়ারি ২০১২ প্রচ্ছদ: নিয়াজ চৌধুরি তুলি বোর্ড বাঁধাই। অফসেট কাগজ ১৫৯ পৃষ্ঠা। ২০০ টাকা আইএসবিএন: 984-70289-0233-3 যেভাবে আমার বইটির শুরু, যা অনুভূতি; সরকারি চাকরিতে বদলির ধাক্কা লাগে প্রায়ই। নাচোল থেকে হালুয়াঘাট, সেখান থেকে এসেছি দিনাজপুরে। মাঝে মাঝে যেতে হয়েছে নেত্রকোনার প্রত্যন্ত দুর্গাপুরের বিরিশিরিতে।

এ অঞ্চলগুলোতে পাড়াভেদে বাস করে তুরি, মুশহর,মাহালি, ভুনজার, সাঁওতাল, মুন্ডা, কড়া, গারো এবং ওঁরাও সম্প্রদায়ের আদিবাসীরা। কাজের ফাঁকে ফাঁকে জানাশোনা হয় তাঁদের সঙ্গে। বছর চারেক আগের কথা। একদিন দিনাজপুরের সীমান্তবর্তী এক আদিবাসী পাড়ায় গিয়ে বেশ অবাক হই। পূর্বপুরুষদের জাতধর্ম বুকে নিয়ে সেখানে কোনরকম টিকে আছে একটি সম্প্রদায়।

আদিবাসী এ সম্প্রদায়টির নাম কড়া। খোঁজ নিয়ে জানলাম এদেশে এটিই কড়াদের একমাত্র পাড়া। টিকে আছে মাত্র ১৯টি পরিবার। ভাবা যায়, এ দেশ থেকে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে একটি জাতি। হারিয়ে যাচ্ছে একটি ভাষা, সংস্কৃতি আর জাতির আচার-অনুষ্ঠানগুলো।

মূলত কড়াদের দলবদ্ধতা, সততা, পরিশ্রম আর সরলতায় আমি মুগ্ধ হই। কড়াদের টিকিয়ে রাখতেই আদিবাসী বিষয়ে কলম ধরা শুরু। যেভাবে লিখলাম; দিনের পর দিন আদিবাসী পাড়া ঘুরে তাঁদের সঙ্গে কথা বলে তুলে এনেছি তাঁদের পূজাপার্বণ, জীবনযাপন,ধাঁধা, লোককাহিনী, রূপকথা আর বৈচিত্র্যময় সংস্কৃতির নানা বিষয়। বইটিতে যুক্ত করেছি আমার তোলা আদিবাসীদের নানা আলোকচিত্র। প্রিয় পাঠক! বইটি আপনি কেন পড়বেন? আদিবাসীদের কথা উঠলেই আমাদের দৃষ্টি চলে যায় পাহাড়ের দিকে।

কিন্তু সমতলের আদিবাসীদের খবর আমরা কতটুকুইবা রাখি। দিনের পর দিন খুব কাছ থেকে দেখছি তুরি, মুশহর, মাহালি, ভুনজার, সাঁওতাল, মুন্ডা, কড়া, গারো এবং ওঁরাও সম্প্রদায়ের আদিবাসীদের পূজাপার্বণ, জীবনযাপন, গোত্র পরিচালনা,প্রতিবাদ আর বিশ্বাসের নানা লোকাচার। দেখেছি; এ আমলেও অভাবের সময়টাতে কীভাবে আদিবাসীরা আগাম শ্রম বিক্রি করে মহাজনদের কাছে। জাতধর্ম নিয়ে আঁকড়ে থাকা আদিবাসীরা কীভাবে শোষিত হচ্ছে ধর্মান্তরিত আদিবাসীদের দ্বারা,কী করে ভারতীয় বাজারি সংস্কৃতি ঢুকে যাচ্ছে আদিবাসী উৎসব আর সংস্কৃতির মাঝে, এরই পাশে বাংলাভাষার জাঁতাকলে আদিবাসীরা হারিয়ে ফেলছে নিজের মায়ের ভাষাটিকে। হাজার হাজার বছর ধরে যেসব বৈচিত্র্যময় সংস্কৃতি প্রচলিত ছিল আদিবাসী সমাজে, দিনে দিনে হারিয়ে যাচ্ছে সেগুলোও।

হারিয়ে যাচ্ছে তাঁদের চিরচেনা বিশ্বাস বা লোককথা বা সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান। আদিবাসী পাড়া ঘুরে যা দেখেছি, যা জেনেছি তাই লেখার মাধ্যমে ও আলোকচিত্রে তুলে আনার চেষ্টা করেছি। এ সরেজমিন অনুসন্ধানী অভিযাত্রার লিখিত রুপ নিশ্চয় আপনাকে আদিবাসীদের বিষয়ে খুবই নিবিড় অভিজ্ঞতা দেবে। বইটি আদিবাসী বিষয়ে বাজারে থাকা অন্য বইগুলোর মতো নয়, লিখন পদ্ধতির দিক থেকে। পন্ডিতির জারিজুরি জড়ানো বিরক্তিকর প্রবন্ধ নয়।

বইটিতে সরল গদ্যে কখনো গল্পের ছলে, কখনো বা প্রতিবেদন হিসেবে আর কখনো বা নিরেট বর্ণনায় তুলে ধরা হয়েছে আদিবাসীদের নানা বিষয়। যা আপনি অনায়াসে উপভোগ করবেন। সবাইকে বইটি পড়ার আহবান জানাচ্ছি। ভালো হলে কমেন্ট করবেন আর খারাপ হলেও কমেন্ট করবেন। বই মেলাতে ইত্যাদি গ্রন্থ প্রকাশ এর ২৩৫ - ২৩৭ নং স্টলে পাওয়া যাচ্ছে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।