আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি লিখবার গিয়া গ্রামার, পাংচুয়েশন মার্ক ভুলের কারনে কেডা-কেডা কান্নাকাটি করেন

ইংলিশ লিখবার গিয়া গ্রামার বা বানান ভুল কইরা থাকেন না হর-হামেশা এমন বাংঙ্গালির সংখ্যা নেহায়েত কম না। বানান গুলা না হয় স্পেলিং চেকিং এ দিয়া শুধরানো গেল কিন্তু গ্রামার ভুল ঠিক করবেন কি দিয়া। ইংলিশ লিখবার গিয়া কেডা-কেডা গ্রামার ভুল করেন একবার হাত তুলেন দেহি ভাই-ব্রাদারেরা। বিরাম চিহ্ন জায়গা মত না পরলে কি হয় হেইডা মনে লয় আন্ডা-বাচ্ছা হক্কলেই জানইন। না জানলে আর একবার মনে করাইয়া দিলাম এইখানে পায়খানা করিবেন, না করিলে ১০০ টাকা জরিমানা বা নিম্নোক্ত ছবিটির লিখাটির মত: দাঁড়ি, কমা, সেমি-কোলনের জায়গামত ব্যবহারের কারনে কোন বাক্যের অর্থ সম্পূর্ন পরিবর্তীত হতে পারে।

যেমন: কি ভাবতাছেন ভাইডি??? সাইফুর/ এম এ সামাদ/ না পি সি দাস মামার বইয়ের কতা । হে হে হে, হেইগুলা তো সেই ক্লাস ফাইভ থাইকা মুখস্ত করতাছেন কিন্তু ফল হইতাছে গিয়া "যতই পরিবেন ততই ভুলিবেন"। এই বার এই দিকে আহেন দেহি কানে-মুখে আলাউদ্দিনের চেরাগ মার্কা একখান সফটওয়ার এর কতা বলি। জিনিস খানের নাম "WhiteSmoke English Grammar Checker Software" তয় যে মামারা মাগনা পাইলে আলকাত্রাও খাওন জায় কিছিমের মানুষ তাগোর লাইগা দুঃসংবাদ হইলোগিয়া জিনিস খান কপিরাইটেড মুফতে পাওন জায় না। তয় ঐ যে একখান কতা আছে "খুজিলে নাকি খোদারও লাগাল পাওন যায়" হেই সুত্র খান গুগল মামারে দিয়া কলুর বলদের মত প্রয়োগ করিয়া দিন শেষে আমরেশ পুরির মত মোগেমবো খুশ হুয়া এখান হাসি দিবার পারছে এই ভাগ্নে।

সুতরাং, টেনসন না কইরা নাইমা পড়েন লগি-বৈঠা নিয়া সাথে স্লোগান "এবারের সংগ্রাম "WhiteSmoke" খুইজা পাবার সংগ্রাম। তয় মামারা এক খান কতা কই গুগল মামারে দিয়া খুইজা পাইলেও জিনিস খান ইনসট্ল করবার গিয়া পাসওয়ার্ড চাইবেক যেইখান পাইতে আমার ১ দিনের চার ভাগের এক ভাগ খাইয়া ফালাইছিল। রবার্ট ব্রুস মামায় কি জানি এক খান কতা কইছিল "পরাজয়ে ডরেনা বীর" হেই জিনিস খান লাগবো আপনার। এইখানে একবার গুতা মাইরা দেখবার পারেন মামা ও মামিরা: অথবা: Click This Link "অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইলো না শেষ" পরিশেষে যে মামাদের অবস্হা হবে রবী বাবুর উপরোক্ত ছোট গল্পের সংজ্ঞাখানের মত হেই মামরা আপনাদের ই-মেইল আইডি খানা অধমের পোষ্টে রাখিয়া যাইতে পারেন যথা সাধ্য খেদমত করিবার চেষ্টা করিবেক একখান দুষ্কের কতা কই: বাঙ্গালী আবারও প্রমান করিল যে উহারা নুন খাইলেও গুন গাইতে বড়ই কৃপন। প্রয় ৫০ জন ব্লগারকে সফওয়ারটি পাঠালেও পোষ্ট টি ভাল লেগেছে মাত্র ১৫ জনের প্রাপ্তি স্বীকারটুকুও করতে রাজি না ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.