রাজনৈতিক বেলেল্লাপনায় আমরা সর্বশান্ত। আমরা দিশেহারা। আমরা মানসিক বিষাদগ্রস্থ। উন্মাদ। আমরা সর্বহারা।
আমাদের ফরিয়াদ জানানোর ভাষা নেই । যার কাছে জানাব তিনি, স্বয়ং ভগবান আজ মৃত। আমরা মৃত জনপদের একমাত্র সাক্ষীগোপাল। আমাদের হত্যা করার জন্য সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে। আমাদের সামনে ঝুলছে ফাঁসীর দড়ি।
আমাদের মনের চোখে ভাসে ফেলে আসা পথের নানা সুখ- সাচ্ছন্দ। আমাদের শৈশব আমাদের পোড়ায় ভীষণ। আমাদের পেছনে কুল-কুল বয়ে যাওয়া নদীতে একদা কৈশোরে উদ্দাম ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সাঁতার কাটতে পারার স্মৃতি এখনো জাগরুক। আমাদের কেউ কেউ পানির জন্য কাতরাচ্ছে। তাদের বেয়নেটের আঘাতে রক্তাক্ত করে তা-ই পান করতে দেয়া হচ্ছে।
সন্ধ্যার ম্রিয়মান আলোয় আকাশে ভেসে বেড়াচ্ছে নানা প্রজাতির পাখি। উড়ে যাচ্ছে দূরে কোথাও, কোন স্বাপ্নিক দেশে। আহা, যদি পাখি হতাম! এই জল্লাদখানা থেকে একদৌড়ে পালিয়ে যেতাম ভৌগলিক রেখা ভুলে। কে আছো আমাদের পরিত্রান করো। ঈশ্বর তুমি কি এখনো আছো ? স্বয়ম্ভূ তুমি ! হাহ্ !!
আমরা একে একে উঠে যাচ্ছি বেদীর উপরে।
আমাদের হাত বাঁধা। পায়ে শিকলের মায়াবী চুমো। চোখে শেষ বিকেলের কুহক আলোর অপার্থিব ছ্টা । আমরা হেরে যাওয়া বাতিল মাল। আমরা উজবুক।
আমরা ভূঁইফোর উঁইপোকা। আমাদের জন্মই মৃতের সংখ্যা বাড়ানোর জন্য। আমরা নিজেদের জন্য কিছু করার অধিকার রাখিনা। অন্যের তুষ্টিসাধনই আমাদের নিয়তী।
তোমাদের ছেনালীপনায় আমরা বাড়াতে চলেছি মৃতের মিছিল।
আমাদের যারা আত্মহত্যা করেছে তারা ঢের বেঁচে গেছে। বেঁচে থাকাদের নিয়ে এখন শুরু হবে ফাঁসীর উৎসব। এই ছেনাল নগরে আমি কোন আশার আলো দেখিনা। তুমি কি দেখছো বন্ধু ?
আমি মিরাকলে বিশ্বাসী। তবু আশা করতে ভয় পাই আজ।
আশা-র মত ভয়ংকর মিরাকলের মুখোমুখি হতে এখনো প্রস্তুত নই আমি ।
হে অনাগত মৃত্যু ! তোমাকে অভিবাদন। এই ছেনাল নগরী থেকে আমাদের পরিত্রানের একমাত্র উপায় তুমি। আমাদের গ্রহণ কর। তোমার বিশাল উন্মুক্ত সীমানা আমাদের জন্য উন্মুক্ত কর।
বেঁচে থেকে যারা এখনো রঙিণ স্বপ্নের ফানুস ওড়াচ্ছো, জেনে রাখ তোমাদেরও কাল আসছে, বেয়নেটের খোঁচা কিংবা তপ্ত শিশা শুধু নয় কুকুরের কামড়ে কামড়ে শেষ হবে তোমাদের জীবন। ভেবোনা, এ অভিশাপ! আমি দিব্যচোখে দেখতে পাচ্ছি তোমাদের সকরুণ আর্তনাদ। সে আর্তনাদে এগিয়ে আসার কেউ নেই। কারণ, ততদিনে সবাই মরে গেছে ।
পাপের পুজারীরাই তখন ঈশ্বরের আশীর্বাদধন্য।
তাদের শোনার কান নেই। দেখার চোখ নেই। উপলব্ধির মন বা ত্বক কোনটিই নেই।
তখনও পাখি গাইবে, ফুল ফোটবে, শুধু বেঁচে থাকবেনা মানুষ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।