আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ শেষ বিকেলের ভালোবাসা ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ শেষ বিকেলের ভালোবাসা দিয়েছিলাম তোমাকে আমি এখন শূন্য হৃদয়ে নীরস মালঞ্চে শয্যা পেতেছি এখন আমার সাথী ভাবনা আর নিকষ আঁধার যেন প্রেমোন্মাদনায় মেতেছি অনন্ত কালের। এখনো রাত কাটে আমার নির্ঘুমে দূর নীল আকাশের নীচে তারাগুলো গুণে গুণে, কখনো খোলা জানালায় দু'হাত বাড়িয়ে তুলে নেই মুঠো মুঠো জোছনা, তোমারই জন্যে। কখনো বা সাদা মেঘের ভেলায় চড়ে পারি দেই স্বপ্ন পুরী, তোমাকে সাথী করে। চলে গেছো তুমি দূরে, বহু দূরে তবুও যেন রয়েছ হৃদয়ের কাছাকাছি, শেষ বিকেলের সেই ভালোবাসার গান এখনো বাজে আমার হৃদয়ে কান্নার সুরে। আজো রোজ শনিবার, রজনীগন্ধার ফুলের সুবাস আমাকে কাছে টানে, কিংবা আধ ফোঁটা গোলাপ নিয়ে আজো আমি পথ চেয়ে থাকি তোমার ফেরার অপেক্ষাতে তুমি আসবে, দুরু দুরু বুকে, মৃদু পায়ে। শেষ বিকেলের ভালোবাসায় ভরা দু'হাত রেখেছি বাড়িয়ে তুমি আসবে ফিরে, সব কিছু ভুলে, নব সাঁজে।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।