ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করায় কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ ও বাম মোর্চার নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মঙ্গলবার হরতালের দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, “ঢাকার রমনায় ইউবিএল ক্রসিংয়ে একটি লেগুনার কাচ ভাঙার ঘটনা ছাড়া সারাদেশে কোথাও কোন বিশৃঙ্খলা ঘটেনি। গোটা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তারা হরতাল পালন করেছে। এজন্য তাদের কোথাও বাধা না দিয়ে পুলিশ বরং সহযোগিতা করেছে। ”
বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক হরতাল পালনকারীদের ‘এ হরতাল থেকে শিক্ষা নেয়ার’ পরামর্শ দেন মন্ত্রী।
এর আগে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বড়দিন উপলক্ষে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মঙ্গলবার সারা দেশে হরতাল পালন করছে। প্রায় একই দাবিতে হরতাল পালন করছে বাম মোর্চাও।
হরতালের প্রথমভাগে রাজধানীতে বাস চলাচল ছিল খুবই কম। তবে পুরো শহরেই রিকশা চলাচল করেছে।
পল্টন, শাহবাগ, মিরপুরসহ নগরীর বিভিন্ন স্থানে দলীয় ও জাতীয় পতাকা হাতে দিনভর মিছিল করেছে হরতালকারী দলগুলোর কর্মীরা।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও তাদের শরিক দল জামায়াতে ইসলামীর হরতালের আগে ও হরতালের সময় গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও এদিন তেমনটা দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/১৪২৮ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।