আমাদের কথা খুঁজে নিন

   

Programming শেখার একটি অবচেতন প্রক্রিয়া- “Resonance of Creativity with C++”

আমি ধ্বংস হয়ে যেতে পারি, কিন্তু পরাজিত হতে পারি না। মনে করুন, আপনি আপনার এক বন্ধুর সাথে গল্প করতে করতে আপনার গ্রামের পথ ধরে হাটছেন। আঁকাবঁআকা পথ গিয়ে মিশেছে আপনার সেই পরিচিত সেই নিভৃত পল্লী মায়ের স্নেহসিক্ত বাড়িতে। আপনি প্রাণ খুলে গল্প করতে করতে একসময় পৌঁছে গেছেন আপনার বাড়ীতে। আঁকাবাঁকা রাস্তার কখন কোনদিকে আপনি মোড় ঘুরাবেন তা কিন্তু আপনাকে ভাবতে হয়নি।

আপনার মস্তিষ্কের যেই প্রক্রিয়া কোন রকমের ভুল না করে আপনাকে পৌঁছে দিয়েছে আপনার বাড়ীতে -সেটাই হল অবচেতন প্রক্রিয়া। এখন একটু ভাবুন তো, আমাদের শিক্ষা গ্রহন প্রক্রিয়াটা যদি ১০০% অবচেতন প্রক্রিয়া হত তাহলে সেটা কতটা মঝার হত! আর সেই শিক্ষাটা যদি আধুনিক তথ্য প্রযুক্তির ভয়াবহ রকমের একটি চাহিদাপূর্ণ বিষয়ের উপর হয় তাহলে সেটা কতটা ফলপ্রসু হত। প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ আজকের চাকরির বাজারে এবং সারা বিশ্বে কি পরিমান চাহিদা তা আর বলার অপেক্ষা রাখে না। আর একারনে অনেকে স্কুল জীবন থেকেই নিজের আগ্রহে প্রগ্রামিং শিখে থাকেন। আমি নিজে প্রগ্রামিং শুরু করেছি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে।

হোচট খেয়েছি অনেক। তারপর প্রায় চারটি বছর কেটে গেছে শুধু প্রগ্রামিং করে। প্রগ্রামিং কম্পিউটারের ভাষা হলেও আমার কাছে মনে হয় সে জীবন্ত একটা কিছু। বিকালে ক্যাম্পাসে হাটতে হাটতে যখন কুয়েটের সেন্ট্রাল লাইব্রেরীটা চোখে পড়ে তখন ভাবি এর ভেতর যত প্রোগ্রামিং এর বই আছে সেগুলো যদি একেবারে জড় পদার্থ না হয়ে আঠার হাজার মাখলুকাতের যেকোন একটির রূপ নেয় তাহলে ওরা নিজেদের মধ্যে একটা সম্প্রদায় তৈরি করে সারা পৃথিবীকে শাষন করত। যাইহোক, প্রগ্রামিং এর সাথে আমার এই অসুস্থ রকমের ভালবাসা থেকেই লিখে ফেলা- “Resonance of Creativity with C++” – বইটি ।

বইটি কয়েকদিন আগে সিসটেক পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছে। এখন বই মেলাতে সিসটেক পাবলিকেশন এর স্টল এ পাওয়া যাচ্ছে। আমি আমার বইটি কে অন্য যেকোন বই থেকে ব্যতিক্রম বলে মনে করি, হা হা। একটু বাড়িয়ে বলে ফেললাম কিনা জানি না। তবে আমি আমার লেখায় আমার সবটুকু আন্তরিকতা দিয়ে, লেখায় যতটুকু ভালবসা থাকা দরকার তারসবটুকু নির্যাস দিয়ে, বিভিন্ন গল্পের মাধ্যমে অবচেতন প্রক্রিয়ায় C++ প্রপ্রামিং শেখানোর চেষ্টা করেছি।

আমার ধারনা ব্লগ পাঠক ভাইদের অনেকেই প্রগ্রামিং করেন। তাদের জন্য এই তথ্যটা একটু হলেও সহায়ক হতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।