...পাখি হতে ইচ্ছে করে... হাজারটা বুনোটে গন্ধে মাতাল শরীরে......যখন তখন তোমার কাছে......উড়ে যাবে মন...! একটা ডাহুকের একরাশ বিষন্নতায় ক্লান্ত সুরে একটানা ডেকে যাওয়ায়, একটা শিউলী গাছের সব সুবাসে হৃদয়ের মাঝে বিরতীহীন বসবাসে আমি জানি ,তুমি আছো..তুমি আছো! বহতা স্রোতস্রীনী অহংকারী নদীর জলে ছন্দে আছন্দে শব্দময় নৈশঃব্দে একটা ভুল করে খুলে ফেলা খামে, আজন্ম অপেক্ষায় থাকা ভুল পথের বাঁকে আমি জানি,তুমি আছো..তুমি আছো! তুমি আছো স্পন্দনে ... ব্যস্ত দিনে ... ব্যস্ত ক্ষণে এ জীবনে তুমি আছো ... মিশে আছো ... ''মৃত্যু'' শব্দের প্রতিটি অক্ষরেও ... আমি জানি,তুমি আছো... তুমি আছো!! ০৩/০৭/২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।