১। খুব জোরে শোরে শোনা যাচ্ছে চলতি বছরের ২৬ মার্চ থ্রিজি বাংলাদেশে আসছে। যদি এসেই যায় তাহলে আমরা যে মডেম ব্যবহার করি ধরুন রবি, সিটিসেল, গ্রামীনফোন ইত্যাদি মোডেম দিয়ে কি থ্রিজি ব্যবহার করা যাবে? নাকি নতুন কোন মডেম ক্রয় করতে হবে।
২। আমি এতদিন একটি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করিনি।
বিষয়টি হলো নেট থেকে টাকা ইনকাম। আমাদের এলাকার অনেক ছেলে মেয়ে ডোলেনসার, স্কাইলেনসার, এ্যাড সোর্স এ টাকা জমা দিয়ে মাসে ২ হাজার থেকে ৩ হাজার টাকা ইনকাম করছে। বর্তমানে এ্যাড সোর্সটা খুবই জনপ্রিয় দেখছি। মাত্র ৭শ টাকা জমা দিয়ে ৩ মাস পর থেকে একেকটি এ্যাকাউন্ট থেকে দিনে ৭০ টাকা আয় করা যায়।
এখন আমার প্রশ্ন হলো : এসব কি ভূয়া কোম্পানী? নাকি আসলে সঠিক।
সামু থেকে অনেক ফ্রি ইনকামের সাইটে কয়েকদিন কাজ করে টাকা উঠাতে পারিনি। আর এরা তো টাকা নিজেরাই দিবে।
আমাদের দেশে তো পেপাল নেই। এলার্ট পে থেকে টাকা উঠানোর পদ্ধতি জানিনা। এজন্য মনে হয় টাকা উঠাতে পারিনি।
আর আসলে কেউ এলার্ট পে থেকে টাকা উঠাতে পেরেছে কিনা আমার জানা নেই।
এই ২টি বিষয়ে সমাধান দিলে খুবই শান্তিবোধ করব। ভাল থাকেন সবাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।