আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম হাড়ানো এক আধিয়ার

সভ্যচাষী শুধুই দেওয়ার জন্য এই পৃথিবী। এখানে আসা ও যাওয়ার মাঝখানের ক্ষণিক অবস্থানের সময় টুকু প্রত্যেক মানুষ তার পরিশোধিত আচরণের দ্বারা মূল্যায়িত হয়ে থাকে অর্থ্যাত্‍ মৃত্যুর পর কত দিন বাঁচবে তা নির্ণয় হয় জীবদ্দশায় সেই মানুষ কতটুকু স্বার্থ ত্যাগ করতে পেরেছিল তার উপর। সৃষ্টির সেরা মাখলুকাত সকলেই শিক্ষিত কেননা সকলেই তার ভাল মন্দ বোধ দিয়ে পথ চলতে পারে এবং একে অপরের সহযোগী ও একত্রে শান্তিতে বসবাস করে থাকে। দেশ গড়ার একমাত্র কারিগর বসবাস করে জড়াজীর্ণ বসনে ক্ষুধার সাথে লড়াই করে, তারা মহান কেননা অল্প আয়ে জাতীকে ইস্পাতের অবকাঠামো উপহাড় দেয়। অনাদরে এই ইস্পাতের তৈজসপত্রতেও মরিচিকা ধরে যদি ব্যবহার করার পর উহাকে পরিচর্যা করা না হয় তেমনী কারিগর কে যদি ফেলে রাখা হয় অবহেলায় তাহলে ভাল অবকাঠামো আশা করা যায় না।

তরবারি সম্মানে সুউচ্চ মিনারে রাখাই উত্তম। যাদের ভালবাসার ফসল আমি আমরা তাদের যদি অসম্মান করি ছোট হেয় করি তাহলে আমার আমাদের কেও তাদের চেয়ে বেশি পরিমানে ছোট করে প্রজন্ম ঢেকে দিই অন্ধকারে। সানা মামা দৈ আন এর বিকাশ ও উত্‍কর্ষ সাধন সঠিক ভাবে করতে হলে সকল নিউরো ক্যামিক্যাল লাল সবুজ বর্ণের চাষীকুমাড়দের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা এখন ই উচিত। হিজাব কে পরিধান করবে নানী না নাতনী? প্রশ্নটিকে অবান্তর ভাববেন না দয়াকরে। অবকাঠামো শিল্পীকে নাতনী এবং রংপলিশ শিল্পী কে নানী হিসাবে চিহ্নিত করে সমস্যাটির সমাধান করতে চেষ্টাকরি।

মানুষের সম্মান পশু পাখি গাছ পালায় নষ্ট করে না। চলমান চলক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।