চেঞ্জ দ্য ওয়ারল্ড ঊইথ চিল্ড্রেন... রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে দেখরে তোরা দেখ, এত্তটুকুন পোলার কাঁধে কত্তবড় ব্যাগ। পড়াশোনা এবং ব্যাগের কি নিদারুণ চাপ! সেই কথাটা মা বোঝে না, বোঝে না তার বাপ। পোলার বয়স কতই হবে? আট অথবা নয়, পড়ার চাপে জান বেরিয়ে যাবার যোগাড় হয়। কোচিং করো, ইশকুলে যাও নেই তো দিন আর রাত, ক্লান্ত পোলা বাসায় ফিরেই বিছানাতে কাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।