অনেক বয়স হইসে, অনেক কিছুই দেখসি, খাইসি। জীনদেগিতো পার। মরনের আগে কিছু কইরা যাইতে চাই নাতীগো লাইগা। আগামী নির্বাচনে খালেদা হাসিনা দেখি তারা কোন দলে টানে আমাকে। অবশ্য খালেদা জিয়া ভাল অফার দিসে, হাসিনা জিয়া, স্যরি শেখ হাসিনা যদি আরো ভাল অফার দেয়, নাতীরা নিশ্চিত । এখন কথা সেইডা না, কোন মার্কা নিলে আমার লগে মানাইব ভাল, জিততে পারুম সেইটা কয়ে দেয়তো নাতীরা। আমার তো আবার পালকি চয়েসে লাগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।