বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি আব্দুর রব নাহিদ,চাঁপাইনবাবগঞ্জঃ রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত আন্তঃনগর সাটল ট্রেনের উদ্বোধন ও নতুন রেলওয়ে ষ্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রেল মন্ত্রী বলেন, বাংলার দুখি মানুষের বাহন রেলকে অতিতে যারা ধ্বংস করেছিল তারা আসলে আমাদের অর্থনৈতিক গতিকে স্তব্ধ করেছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে পূনরুজ্জীবিত করার অংশ হিসাবে একটি পৃথক রেল মন্ত্রনালয় সৃষ্টি করেছেন। আগে ট্রেন চলত ঘন্টায় ১৫মাইল বেগে ট্রেনের অধুনিকায় এর ফলে এখন ৪৫ মাইল বেগে চলছে ,আমার এর গতি ৬৫ মাইল বেগে নিতে কাজ করছি। এই ট্রেনের উন্নয়নে আমরা সবকিছু করব।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী এনামুল হক।
পরে তিনি সাটল ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে তিনি স্থানীয় সার্কিট হাউসে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ট্রেন নিয়ে জটিলতা ও স্থানীয় নানা বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে রেলমন্ত্রণালয়ের সচিব ফজলে কবির, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, পশ্চিম রেলের মহাব্যবস্থাপক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসক মইনুদ্দিন মণ্ডল, জেলা প্রশাসক কে এম আলী আজম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, পৌর মেয়র আব্দুল মতিন।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে আওয়ামীলীগ আয়োজিত, জেলা আওয়ামীলীগের সভাপতি বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকার নানা উন্নয়নের কথা তুলে ধরে বলেন আমরা জিডিপি ৫.৫ থেকে ৬.৭ উন্নিত করেছি,তিনি নিতৃপন্যর মূল্যের কথা তুলে ধরে বলেন বিশ্বের কোথাও এত কমদামে চাল পাওয়া যায় না। তিনি সেনা অভ্যূত্থানের প্রসঙ্গ তুলে বলেন একবিংশ সতাব্ধীতে আর সেনা সেনা অভ্যূত্থান নয়, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, গনতন্ত্রের স্বার্থে গঠনমূলক রাজনীতি করুন। শুধুমাত্র ভারত বিরোধীতা আর সাম্পদায়িক রাজনীতি নয়। তিনি বিরোধী নেত্রীর প্রতি সংসদে আসার আহব্বান জানিয়ে বলেন আপনি যতক্ষন কথা বলতে চান বলতে পারবেন, সংসদে আসুস। তিনি যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন এ দেশের তরুন সমাজ আমাদের ভোট দিয়েছে এই অপরাধীদের বিচার করার জন্য।
দ্রুতসময়ের মধ্যে এই মানবতা বিরোধীদের বিচার শেষ হবে। তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে আমনুরা বাইপাস নির্মান করা হবে, ভারতে কাছ থেকে যে দশটি নতুর ট্রেনের ইঞ্জিনের পাওয়া যাবে তার মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জের জন্য বরাদ্দ দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ ও মুহা. জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুদ্দিন মণ্ডল সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।