https://www.facebook.com/chairmanzerozero7 *
*
*
*
*
আইজকা আফনেগো বয়ান করমু কেমতে আমার লগে পল্টি লওনের বদলা লইছিলাম।
আমি টকিং এবাউট ২০০৩ সাল। আমি তহন কিলাস ৯ এ পড়ি। একদিন ইস্কুলে যায়া দেহি নয়া মাস্টর আইছে। মাস্টরের নাম আব্বাছি।
আমি বালা মাইনসের লাহান মজাক কইরা নাম দিলাম হাফ বিচি ।
যাউকগা ২ দিন পার হইতে না হইতে দেহি হালায় বেফুক লুল। আমাগোরে কইতো কেলাসের মাইয়ার তোমাগো ভইনের মতো তাদের সাথে মজাক মাস্তি করবা না।
আমি কইলাম স্যার আমার বাসাত ১ শয়তান ভইনের জ্বালায় বাচিনা আর এই পংগপাল অইলে তো শেষ।
স্যার যেমতে চাইলো নগদে অফ গেলাম।
আর কেলাসে আইলেই দেখতাম মাইয়াগো লগে খালি পুতুপুতু। জিগাইতো কেমন আছো? তোমার মায়ে কেমন আছে? আইজকা কিয়ের ছালুন দিয়া খাইছো? লবন কি ঠিক আছিলো না কম অইছে? আরো কতো বংচং।
কয়দিন পরে সিনেমা হলে গেলাম ছবি দেখনের লাইগা। ছবির নাম ইয়াদ নাই। কাহিনির মাঝখানে দেহি নায়িকার ইস্কার্টে আগুন লাগছে নায়ক দেহি নায়িকার আগুন নিভানোর টেরাই দিতাছে।
তয় আগুন নিভানির চাইতে বেশি যেইডা করতাছে হেইডা অইলো ফুটবলের লাহান গড়াগড়ি।
আমি কইলাম হমুনদির পুত অফ যা,আরেকটু পুড়ুক না । নাইলে ফায়ার সার্ভিস খবর দে। আফাততো আমরা টিকিটের টেকা খান উসুল করি।
ডিরেকটর মনে লয় আগের জন্মে আমার দোস্ত আছিলো,চাইয়া দেহি লায়ক সাব লায়িকারে লইয়া চরকির লাহান মাডিত গরাগড়ি দিতাছে তয় আগুন নিভনের কুনো সিগনাল দেহি না।
রাগে কইলাম আরে বেক্কল মুই্ত্তা দে,তাইলেই তো নিভ্যা যাইবো।
লগে থাইকা কেডা জানি একখান কাশি দিলো। সাইডে চায়া তব্দা খাইতে বাধিত হইলাম । দেহি লাগের সিটে হাফ বিচি (মাইনে আব্বাছি) বইয়া আছে।
বিরতির সময় বাইরে গেল স্যারে কয় সাবধান আমার কথা কিলাসে কইবি না।
আমি ৩২ টা দাত কেলায় কইলাম স্যার ভুখ লাগছে। স্যারে আহমেদ শরীফের লাহান যেই চইখ্যে চাইলো,আমি কইলাম থাউক লাগতো না।
একদিন টিফিনের সময় দেহি কেলাসে কেউ নাই। চামের উফরে চক দিয়া মাইয়াগো বেবাক বেন্চে গোল কইরা আন্ডা অংকন কইরা দিলাম।
মাইয়ার টিফিনের পরে আইয়া বইতেই সবার বেক সাইডে ফিরিতে ১ টা কইরা আন্ডা পারা হয়া গেলো।
আর আমার দেইখ তো হাসতে হাসতে মাডিত নাগিন সাপের লাহান মোচড়াই।
স্যার কেলাসে আইতেই মাইয়াগো ক্যাপ্টেন কয় স্যার ছেলেরা না আমাদের পিছেনে ডিম বানাইয়া দিছে,কইতেই পুরা কিলাসে হাসির রোল বয়া গেলো।
আমার দোস্তে কয় ,স্যার ডিম পারা কি পুলাগো কাম? ঐটা মাইয়াগো কাম । ওরাই পারছে আমাগো কুনু দোষ নাই।
স্যারে কয় আইজকা তোগোরে লবন দিয়া চাবাইয়া খামু,মনে মনে কইলাম স্যার খাইলে মোল্লা সল্ট দিয়া খাইয়েন।
আয়োডিন আছে,
মুখে কইলাম স্যার আমরা কি করছি পরমান দেহাইতে কন?
মাইয়ারা তো আর পিছন ফিরা দেহাইতে পারে না
স্যারে কয় আমি বুঝছি। এদিকে আয় সবগুলান। আমাগোরে লাইনে খাড়া করায়া ১ জনরে ১০ বেত কইরা মারলো। আমারে খালি ১১ টা মারলো। আমি কইলাম স্যার আমারে ১ টা বেশি মারলেন যে? স্যার কয় তোরে বালা পাই।
আমিও কইলাম খাড়াও চান্দু আমি যে তোমারে কতো বালা পাই তা দেহাইতাছি।
পরের দিন রাইতে স্যারের গাছের সব ডাব পাইড়া গনিমতের মাল হিসাবে আমাগো দোস্ত বন্ধুগো লয়া সাবাড় কইরা দিলাম। আর খাইয়া ডাবের খোল সব স্যারের দরজায় জমা কইরা দিয়া আইছিলাম।
আর চক দিয়া দরজায় লিইখ্যা দিয়া আইলাম
"জনাব,করিয়াছেন কাবঝাব
তাই খাইয়া গেলাম ডাব"
বিনীত ডাব খাদক পার্টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।