আমাদের কথা খুঁজে নিন

   

জুলিয়ার একটি জুতো কিংবা একটি মহাদেশ হারানোর গল্প

'জুলিয়ার একটি জুতো কিংবা একটি মহাদেশ হারানোর গল্প'এখন আর বিশেষ কিছু অজানা নয়। গল্পের শেষ দৃশ্যে তবুও উঠে আসে শ্যামানন্দ নাম-ওর অভিমানী আঁচল, পলাতক প্রায়শ্চিত্ত আর হ্রদের পাড়ে প্রতীক্ষারত জোৎস্নাদের বাড়ী না-ফেরা; এরকম অনেকগুলো অস্পষ্ট শিরোনাম। আমাদের তখন ক্যাম্পাসের ভোরের ঘ্রাণে মাতাল অন্তর্জাল, মদির চাতক ঠোঁটে মায়াবী অষ্টআঙ্গুল, গন্ধম পাটাতনে সম্পূর্ণ পর্ণোভিশন-আর পড়ার টেবিলে শাদা রূপ-খোলা আধ-শোয়া 'দি প্রাইস অব সিভিলাইজেশন'। মূলত: অভিমানী আঁচলের প্রতীক্ষার দায় থাকে না, পলাতক প্রায়শ্চিত্তের কোনো নিজস্ব আশ্রয়, এ সভ্যতারই দায়-যে পালায়, সে চিরকালই পালায়। এরপরও কথা থাকে... শ্যামা, নেসেসিটি।

'ওয়ার অব চয়েস' শেষে আমরা এখন 'ওয়ার অব নেসেসিটি'র পথে হাঁটছি, আমাদের ক্ষেত্র প্রস্তুত। সি এন এন ইফেক্ট এখন অনেক বেশী কার্যকর, আর মেরিনদের অনেক আগেই আমাদের প্রস্তুত মনন। শ্যামা, আমি একটি আসন্ন আগ্রাসনের কথা বলছি। অভিমানী প্রতীক্ষার সময় এ নয়, আমরা বরং গল্পেই ফিরি। জুলিয়ার একটি জুতো কিংবা একটি মহাদেশ হারানোর গল্প।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.