আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলীয় শিল্প কাম চিত্রকর্ম

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility ‌আমার হাতের লেখা যেমুন ভালা তেমনি ছবি আকলে আমার ছোড ভাতিজীটা নিজের ভাষায় পড়তে পারে, আমি কি লিখছে ! তার ধারনা আমি বিয়াফুক কোন জ্ঞানী কোন লিখছি যা আমি তার ভাষাতে প্রকাশ করি ! যাউগ্গা, রাত ৩ টার দিকে গেল ঘুমটা ভাইঙ্গা , কি করুম করুম চিন্তা কইরা নোকিয়াটা হাতাইতে লাগলাম । পড়ে মধ্যরাতের শিল্প কর্ম শুরু করিয়া দিলাম । এইটা হল প্রথম ফাটাফাডি ছবি ! যা দেইখা আমার ছোড ভাতিজী, উল্টাইয়া হাসে না কান্দে বুইঝতা পারলামহনা । এরপর এই ছবি দেইখা সে চিন্তা করতেছে এইডা কি কোন ফুলের ছবি নাকি কোন খেলনার ছবি ,, ওর চিন্তা ভাবনা দেইখা মেজাজটাই বিগড়াইয়া গেল । কি সুন্দর গোলাপ আকলাম সে কি কয়, এইটা নাকি পুতুলের তোলা সমগ্র ! এইটা দেইখা তো মাইয়া দৌড়াইয়া তার বুইনের কাছে, চাচু বলে ভয় দেখাইছে ‍! যতই বুঝাই এইটার মধ্যে একপ্রকার ব্যাপার আছে । তার ধারনা এটার ভিতর ভূত আছে ! এইটা তার খুব পছন্দ হয়েছে । গা্ছের সাথে কিছু বান্দর ঝুলাইলে নাকি আরও ভাল লাগত ! আমি চিন্তুা করছিলাম কইব ফল হইলে ভাল হইত । এইটা দেইখা অবশ্য কিছু কয় নাই । ঝুম মাইরা বইসা চিন্তা করতেছিল ছবিটা কার ! তার না আম্মুর ! এইটা হইল সামুর গিফটু ,,, ভাতিজী কয় এইটা কার ছবি !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।