আমি ৫০০৯৩ নম্বর ব্লগার না না, এটা ঠিক না।
আমারা জানি জন্ম-মৃত্যু-বিয়ে মানুষের হাতে নয়। জন্ম হলেই তার মৃত্যূ হবেই। জীবনে চলার পথে একজন মানুষ তার বুকের ভিতর কত যে দীর্ঘশ্বাস বয়ে নিয়ে চলে তার খবর আমরা কতজনের কতটুকু রাখতে পারি। তাই বলে একজন মানুষ সম্পর্কে হুট করে একটা কথা বলা ঠিক না।
আমাদের প্রিয় লেখক, প্রিয় চলচিত্রকার, প্রিয় নাট্য নির্মাতা হুমায়ুন আহমেদ আজ অসুস্থ। এটা নিয়ে আমরা কেউ কেউ যাচ্ছেতাই কথা বলছি তার সম্পর্কে। কেউ বলছে ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান করে নিজের মেয়ের বয়সী একজন মেয়েকে বিয়ে করেেেছ বলেই তিনি আজ অসুস্থ হয়েছেন, কেউ কেউ আরো একটু সরাসরি বলছেন যে, সাবেক স্ত্রী গুলকেতিন আর মেয়ে শীলা আহমেদের অভিশাপেই নাকি আজ তার এই অবস্থা। তাদের মনে কষ্ট দিয়েছিল বলে আজ নিজেই কষ্ট পেতে শুরু করেছেন। আচ্ছা, কেই কি ইচ্ছা করে অসুস্থ হয়, কারো অভিশাপে কি কেউ অসুস্থ হয়?
ধর্মভীরুরা বলছেন আল্লাহর গজব পড়েছে।
কেন, এসব বলতে হবে কেন? একজন মানুষ তো নিয়মতান্ত্রিকভাবে একের অধিক বিয়ে করতেই পারেন। তাহলে কেন এত কথা? কোথায় তিনি চরিত্রহীনের মত কাজ করেছেন? তাসলিমা নাসরিনের পিছনে এরকম একটি মহল সমসময় লেগে রয়েছেন।
স¤প্রতি প্রধানমন্ত্রী তাকে জাতিসংঘের একজন কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছেন, তাতেও অনেকে তার দোষ খুঁজে ফিরছেন।
আসলে আমরা মানুষের শুধু দোষটাকেই বের করার চেষ্টা করি। অথচ একজন সৃষ্টিশীল মানুষ হিসাবে তিনি অনেক বড়।
একজন হুমায়ুন আহমেদ কি আমরা ইচ্ছা করলেই বানাতে পারবো? তাই বলি, ওসব আবোল তাবোল না বলে তার ভাল দিকগুলো গ্রহণ করে, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করা উচিত আমাদের।
মনে রাখা উচিত, যেকোন মূল্যে হুমায়ুন আহমেদ আমাদের দেশের একটি বড় সম্পদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।