যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...। !! সামু ব্লগের খুব উপরের সারির নাম করা এক ব্লগারের অনুরুধে সামুতে একাউন্ট খোলা। যদিও তার আগে থেকেই আমার ব্লগিং এর হাতেখড়ি অন্য এক বাংলা কমিউনিটি সাইট থেকে। ১১ ই মার্চ, ২০০৯ রাত ১:১২ আমার প্রথম পোস্ট এর সময় কাল। শত তম পোস্ট দিতে ৪বছরের বেসি সময় লেগেছে, হ্যা এটা দেখেই অনুমেয় আমি অলস ব্লগার।
শেষ ৭/৮ মাস ধরেই আসলে আমার ব্লগিং করা। ব্লগিং ব্যাপারটা এখনো আমার মাথায় ডুকেনি, পোস্ট দিতে পারাইযে ব্লগিং নয় সেটা ভালই জানি।
কারো নাম বলতে চাই না( আসলে নাম বলা না বলাতে কিছু যায় আসেনা কারন যাদের নাম বলব তারা জানে আমাকে)সবার কাছে কৃতজ্ঞতা আর ভালবাসা তো থাকলোই।
জানা আপুকে অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই হাজার প্রতিকূলতার মাজেও সামুকে বাচিয়ে রাখার জন্য।
শত তম পোস্ট-এ সবার জন্য দুটি কবিতা
একঃ
"স্মৃতির কফিন"
নিভে যাওয়া রাত
সুনীল প্রভাত,
মুঠো ভরা রোদ
সোনালি প্রমোদ,
রাতজাগা পাখী
লাল রঙা আঁখি ,
প্রেমের শরীর
আবেগে বধীর,
ভুলের মাসুল
আরো কিছু ভুল,
ফেলে আসা দিন
স্মৃতির কফিন।
দুইঃ
"ওঙ্কার"
মুহূর্তের পিঞ্জরে আত্মারা করে ওঙ্কার, তবু
যেন ললাটে চন্দনের তিলক আঁকা
দেবদূতের মত নিষ্পাপ শরীরে পুরুষালী গন্ধ
আর বিশ্রী সুরে বেজেচলা খঞ্জন কণ্ঠে
বেহুলার আর্তনাদ, ঋজু মুখশ্রী যেন ম্লান কোন
সম্মোহনের অপেক্ষায় দাবমান যন্ত্র বিশেষ।
অথর্ব কল্পলোকের চুরিযাওয়া সুখে
মরীচিকা শপথ বাক্য বিনিময় যেন
সমন প্ররোচনায় বিপথে পথহারা
তব কায়ায় বিমোহন শ্রান্তি প্রয়াসে নিরুদ্দেশ যাত্রা ।
অবোধ স্নায়ুতে পলাতক বাহু বলয় ,
অজানা নিষ্ঠার বাণীতে নিলাম্বন অনুভূতি,
নরমাংসের নোনতা স্বাদ পাওয়া অধিপতির
হিংস্রতা ছাপিয়ে মমতা দেয়ে আসে সেথায়।
অদ্যাবধি শকুনি দৃষ্টিতে দুদুল্যমান সেই লালসা
যেন সমাপিত কব্বর যন্ত্রনা নেমে আসা ধরণিতে,
ঈশ্বর হাসে তৃপ্তির হাসি আরশিতে গুমট শূন্যতা
তব সৃষ্টি বিস্ময় প্রানে প্রানে ফেরারি রোদনে হায়
নিবৃতে ক্ষয়ীঞ্চু তৃষ্ণার প্রকোপ যায় বেড়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।