আমাদের কথা খুঁজে নিন

   

ই-বুক ‘মুঠো ভরা রোদ’ এর জন্য লেখা আহ্বান

আকাশ ভরা গাঙচিল ভালোবাসার নির্দিষ্ট কোন দিন নেই। মুহূর্ত নেই। কাল নেই। চির নবীন এবং চির প্রবীণ এই অমুল্য শব্দটিকে নিয়েই মানব জীবন। জীবনের প্রতিটি ক্ষণ রাঙিয়ে তুলতে ভালোবাসার কাছে আমাদের হাত পাততেই হয়।

আসুন আমরা ভালবাসি। সুস্থ, সুন্দর সম্পর্ক গড়ে তুলি। আমাদের স্লোগান হোক- ভালবাসাময় জীবন। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে আমরা বের করতে যাচ্ছি ই-বুক ‘মুঠো ভরা রোদ’। বিচিত্র ধরনের ভালোবাসা নিয়ে লেখা গল্প, কবিতা, স্মৃতিকথা, কার্টুন, সায়েন্স ফিকশন, স্যাটেয়ার, মজার কোন অভিজ্ঞতা সহ আপনার ভালবাসা নিয়ে আপনার মতামত অথবা প্রবন্ধ; যে কোন বিষয়ে জমজমাট একটা লেখা লিখে ফেলুন এবং আমাদের কাছে পাঠিয়ে দিন আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে।

ই-বুক প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। লেখা পাঠানোর নিয়মঃ ১. শব্দ সংখ্যা অবশ্যই ২৫০০ এর মধ্যে হতে হবে। ২. লেখায় বানান শুদ্ধতার দিকে নজর রাখবেন। ৩. সর্বমোট ৩ (তিনটা) লেখা জমা দেয়া যাবে; এর মধ্যে যে কোন ১টা গল্প এবং ২ টা কবিতা। অন্যান্য বিষয় ভিত্তিক লেখার ক্ষেত্রেও এই সংখ্যা একই হবে।

৪. ই-মেইলঃ ৫. লেখার নিচে নিজের ব্লগ নিক লিখবেন সাথে আপনার ই-মেইল আইডি। ৬. নাম, মেইল আইডি সহ আপনার লেখা অবশ্যই একসাথে ডক ফাইলে পাঠাবেন। ই-বুক নাম কৃতজ্ঞতাঃ ত্রাতুল ভাই। ই-বুক সহযোগিতায় আছেন ই-বুকের উদ্যোক্তা সুদীপ্ত কর এবং আমাদের সহ ব্লগার বন্ধুরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।