প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা
শাহরিয়ার নাফিসের টেষ্ট অভিষেক হয় ২০০৫ সালে শ্রীলংকাতে। দ্বিতীয় ম্যাচে তিনি ৫১ রান করেন। একবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফতুল্লাতে শাহরিয়ার নাফিস তার টেষ্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরী করেন। ১৯ টি চার মেরে তিনি করেন ১৩৮ রান। বাংলাদেশ প্রথম দিনেই তুলেছিল ৫ উইকেটে ৩৫৫ রান।
দ্বিতীয় ইনিংসে শাহরিয়ার ৩৩ রান করেন। দ্বিতীয় টেষ্টে করেন ৭৯ রান। পুরো সিরিজে ফর্মে ছিলেন শাহরিয়ার। সে বছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি বাংলাদেশের সহ অধিনায়ক নির্বাচিত হন। অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার।
২০০৬ সালে তিনি বাংলাদেশ ক্রিকেটার্স অব দ্যা ইয়্যার নির্বাচিত হন। সূত্র লিঙ্ক
নাফিস মাম্মারে অনেক শুভেচ্ছা মাম্মা এইবার বিপিএলে বরিশাল বার্নার্সের আইকন! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।