আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।
চোখ বন্ধ করলে সাঙ্গু নদী। চিম্বুকে বর্ষার বিকাল, মেঘের ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে কাঁপছি। ছেঁড়াদ্বীপ ঘুরে হেঁটে জোছনা রাতে ফিরছি সেন্টমার্টিনে।
দক্ষিণপাড়ায় প্রবালের ওপর বসে দেখছি ডুবন্ত সূর্য। আনন্দময় অনেক সময় পার করে এসছি জীবনে। সামনে আরো আনন্দ চাই। ৩৩ বছরপূর্ণ করে ৩৪ এ যাত্রা শুরু করেছি। এই বাংলার ধূলোবালি, খরস্রোতা নদী, গিরি, সাগর কিম্বা জঙ্গলের পথে কাটুক আমার আগামীর জীবন।
ভালো থাকুন সবাই। দোয়া রাখবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।