ঢাকা, মঙ্গলবার,২৪ জানুয়ারি ২০১২, ১১ মাঘ ১৪১৮, ২৯ সফর ১৪৩৩
শিরোনাম:
হোম সারা দেশ মানবদরদি আশীষ বাঁচতে চান
মানবদরদি আশীষ বাঁচতে চান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৪-০১-২০১২
আশীষ কান্তি মুহুরী ‘স্বেচ্ছা’ নামে একটি রক্তদাতা ফোরামের প্রতিষ্ঠাতা। বর্তমানে এর সদস্যসংখ্যা সহস্রাধিক। এ ছাড়া তিনি আরও কয়েকটি সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। মরণোত্তর চোখও দান করেছেন। মানবদরদি সেই আশীষই (৩৮) আজ ‘হেপাটাইটিস সি’ ভাইরাসে আক্রান্ত।
তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ আবু সাঈদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, আশীষকে সুস্থ করে তুলতে আধুনিক চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা আশীষের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাঁর বাবা-মা নেই।
স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। এ অবস্থায় নিজের জীবন বাঁচাতে ও ছেলের ভবিষ্যতের কথা ভেবে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আশীষ। সাহায্য পাঠানোর ঠিকানা: আশীষ কান্তি মুহুরী, সঞ্চয়ী হিসাব নম্বর ৬৭৫, ইসলামী ব্যাংক, হালিশহর শাখা, চট্টগ্রাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।