আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... পোলাপান মানুষ করা দারুণ ঝামেলার কাম। লাত্তি গুতা দিয়া মাইনষের পোলাপান মানুষ করা যায় না, গরু ছাগল রে গরু ছাগল বানানো যায়। আমি দুর্বল মানুষ আমার পোলাপানের মাও তেমন শক্তিশালী না, দুই কমজোরের ঘরে পয়দা হইছে একলগে একজোড়া, একজোড়ারে এক লগে সাম্লাইতে যে কি জ্বালা সইতে হইছে তার কিছু কথা কই আইজকা্। এক জোড়ার বয়স যখন ৬মাস খিল্লাখিল্লা হাসির টাইম এরা পয়লা ঝামেলা পয়দা করলো। হাসাহাসির বদলা দুইটাই দিনরাইত কান্দে, দুইপিস একলগে ডাক্তারের কান্দে নিয়া ফালাইলাম , বাচ্ছাগো ডাক্তার হইলো কান্নাকাটির উপরে উস্তাদ, কান্নার টাইম ধরন এইসব দেইখা রোগ ধরে, আমার পোলা দুইটার শইল্লে ডি ভাইটামিনের অভাব, এই গুলান্তের গিড়ায় গিরায় বেদনা এর লাইগা ছিল্লায়, পোলাপানের দুষ নাই দুষ আমার আর আমার ফরাসী বউয়ের, বউয়ের ও দুষ নাই , হে তো জানে না বাঙ্গালীর ছাওয়াল সইষ্যার তেলে ডইলা রইদে না শুকাইলে এই রখম সমস্যা থাকে। যাই হোক তেল ডলা শুরু করলাম সকালে জবব্জবা তেলে ডলা দিয়া রইদে শুকানো শুরু ৫-১০ মিনিট বাদে উল্টায় পাল্টায়া দিতে হয়। পয়লা দুইদিন বউ গাই গুই করলো গন্ধ করে কইয়া এর পরে সে নিজেই কামটা তার হাতে নিলো , শুরু হইলো আমার সমস্যা এক মাসের মাথায় আমার দুধে আলতা পোলা দুইটা বাদামী হইতে শুরু করলো আর এই দেইখা বউ নিজেও শইষ্যার তেলের ভক্ত হয়া গেলো , দিন নাই রাইত নাই টাইম পাইলেই তেল ঘষা, আমার এতো স্বাধের বাথটাব তেলের গন্ধে বসা যায় না, বিছানায় ঘুমানো যায় না, তার একটাই কথা এক মাসে যদি পোলাগো রঙ বদলায় তাইলে তার নিজের রঙ ও সামান্যো হইলেও বদলাইবো, এতো বড়ো টুটকা কবিরাজ আমি আর এতোদিন তারে পরিচয় দেই নাই দেইখা সে খুব রাগ, টান ফ্যাক্টরী গুলান কি পরিমান টাকা কামায় রঙ কালা করতে আর আমি নিজের বউরে কইনাই কেম্নে কালা হইতে হয়, কেম্নে বুঝাই তার এই রঙ দেইখাই আমি তার জন্য ছিলাম দিওয়ানা আর সেও ওই একি কারনে আমারে দিল দিছে, আমার বাদামী কালার আমার সইষ্যার তেল ঘষা রঙ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।