মিজান রহমান শ্রেষ্ঠ আগামী ২০-২১ ও ২২ শে ফেব্রুয়ারী ২০১২ ইং তারিখ অমর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিয়নের আনজুরহাট বাজারে কলমী সমিতি'র উদ্যোগে 'জ্ঞানের আলো সবার জন্য' শ্লোগান নিয়ে অমর একুশে বইমেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে তিনদিনের বই মেলার প্রতিদিন রাতে একটি করে নাটক মঞ্চস্থ করার ও সাংষ্কৃতিক অনুষ্ঠান মেলায় কলমীকণ্ঠ সহ কয়েকটি বইয়ের স্টল রাখার কর্মসূচী ঘোষনা করা হয় এবং আনজুরহাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়। কিন্তু ঠিক একই সময়ে আনজুরহাট বাজার ব্যবসায়ী সমিতি মেলা পন্ড করতে হোক আর নিজেদের ধর্মীয় চিন্তায় হোক একই মাঠে তিনদিন ব্যাপি চরমোনাই পীর সাহেবের মাহফিল আয়োজন করেছে।
মেলা আয়োজক কর্তৃপক্ষ এই মাহফিলকে ঘিরে আতংকিত। তাদের ধারনা মেলাকে পন্ড করতেই এই মাহফিল আয়োজন করা হয়েছে।
এমতাবস্থায় যদি মেলার আয়োজন বাতিল করা না হয় বিষয়টি এলাকায় সংঘাত সংঘর্ষ সৃষ্টি করতে পারে। আনজুরহাট স্কুল কর্তৃপক্ষ বলছেন, চরমোনাই পীর সাহেবের মাহফিলের জন্য মাঠ বরাদ্ধ না দিয়ে স্কুল কমিটি পারবেননা।
এই মাঠে প্রতি বছর বৈশাখী মেলা অনুষ্ঠিত হতো প্রতি বছর। ৭দিন কিংবা ৫দিনের ওই মেলায় নাটক গান নৃত্য পরিবেশিত হতো । গত বছর বৈশাখে আনজুরহাট ব্যবসায়ী সমিতি মাহফিল দিয়ে মেলা আয়োজন করতে দেয়নি।
মেলা কর্তৃপক্ষ আয়োজন সাংঘর্ষিক হতে পারে ভেবে বৈশাখী মেলার আয়োজন বন্ধ রাখে।
এবছরের বই মেলাকে কেন্দ্র করে মাহফিলের এ আয়োজনকে অনেকেই সাংঘর্ষিক মনোভাবে দেখছেন। কিন্তু মেলা কর্তৃপক্ষ বলছেন বই মেলায়তো অশ্লীল কিছু থাকছে না যেটা ইসলামী দৃষ্টিকোনে নিষিদ্ধ বরং বিদ্যার আলো বিতরনই এমেলার আসল উদ্দেশ্য।
চরমোনাই পীরসাহেবের মাহফিল ২০- ২১ ও ২২ ফেব্রূয়ারী হলে
একই সাথে বইমেলা ও মাহফিল হবে এখন পর্যন্ত মেলা কমিটি এই সিন্ধান্তে অটল রয়েছেন। তবে মেলা শান্তিপূর্ণ করতে ওই সময় নাটক প্রদর্শনী বন্ধ থাকবে।
তার পর ও এটাকে সাংঘর্ষিক ভাবছেন সকলেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।