নিশিরাত, বাঁকা চাদ আকাশে চুপি চুপি বাশি বাজে বাতাসে...বাতাসে নিশিরাত বাঁকা চাদ আকাশে চুপি চুপি বাশি বাজে বাতাসে...বাতাসে নিশি রাত... ভাংগা ঘরে দুদিনেরই খেলা ঘর হোক ভাংগা তবুও এলো জোসনা(২) ফুলে ফুলে ছেয়েগেলো বালুচর স্বপ্ন বাসর গড়িয়ে কাছে তার এজীবনে যতটুকো চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি..নিশিরাত, বাঁকা চাদ আকাশে। জীবনেরও পথেপথে চলিতে যতো আশা নিয়ে ছিলো কুড়ায়ে (২) ব্রজমতিরহার যেনো ভুলিতে ভিখারীনি পেলোআজ .....??....ফিরায়ে এ জীবনে যতটুকো চেয়েছি মন বলে তার ও বেশি পেয়েছি, পেয়েছি...নিশিরাত, বাঁকা চাদ আকাশে চুপি চুপি বাশি বাজে বাতাসে...বাতাসে নিশি রাত বাঁকা চাদ আকাশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।