আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে কী TORRENT ই শেষ ভরসা হবে??

অন্য সবার মত আমিও স্বপ্ন দেখি একটা “সোনার বাংলার”। “সোনার বাংলা” কথাটা বই পুস্তকে পরেছি; হয়ত কোনদিন দেখতে পাব না এই দু'চোখ দিয়ে। তবুও আশা রাখি আমার দেশ হবে একদিন “সোনার বাংলাদেশ” । গান, মুভি, গেম.... এই তো ছিল আমার জীবন। একটা শুনি, দ্বিতীয়টা অবাক হয়ে দেখি... আর শেষেরটা উফফ, এইটা ছাড়া তো আমার চলেই না! এইটা নিয়ে বসলে দিন কখন রাত হয়ে যায় বোঝাই যায় না। ডাউনলোড.... ডাউনলোড....হায়রে ডাউনলোড....সবকিছু বন্ধ হয়ে গেলেও এই জিনিষ বন্ধ হতে চায় না। ফাইল হোস্টিং সাইট গুলো তাহলে বন্ধ হয়েই যাচ্ছে। কয়েকদিন আগে থেকেই Megaupload.com বন্ধ; সকাল থেকে filesonic.com ও ডাউনলোড করতে দিচ্ছে না..... ধুর!!! যে জিনিষ torrent এ না পাইতাম সেগুলো কোন না কোন ফাইল হোস্টিং সাইটে পাইতাম। কিন্তু যেভাবে ফাইল হোস্টিং সাইট গুলো বন্ধ হয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই হয়ত পুরোপুরি TORRENT নির্ভরশীল হতে হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।