আমাদের কথা খুঁজে নিন

   

আমার আঁকা ছবিঃ স্বপ্নলোকের চাবি

তোমাদের পাগল বন্ধু স্বপ্নলোকের চাবি "স্বপন পাড়ের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি..... জেগে তাই তো ভাবি......." - কণিকা বন্দোপাধ্যায়ের গানটা সন্ধ্যা থেকে মোট সতেরো বার শুনলাম এক টানা। সঙ্গীত এনসাইক্লোপিডিয়া নিশমের দেয়া এই গানটা বহুদিন ধরেই খুঁজছিলাম। আজকে পেয়ে ডাউনলোড করে ফেললাম। কানে হেড ফোন লাগিয়ে শোনা শুরু করলাম, সেই সঙ্গে শুরু হল অফসেট কাগজের ওপর আমার প্রিয় ফেবার ক্যাসলের পেন্সিলের হাল চাষ। সতেরো বার "স্বপ্নলোকের চাবি" শুনতে শুনতে চাষ করে ফেললাম এই ছবিটা।

যতক্ষণে আঁকা শেষ হল চোখে অন্ধকার দেখা শুরু করেছি তখন। সজল আর তিশার একটা নাটকের দৃশ্যের ছবি এটা। অসম্ভব ভাল লাগে ওই ছবিটা। তাই এঁকে ফেললাম আজ। আমার প্রিয় একটা কবিতার লাইন দিয়ে শেষ করছি নিথর শ্রাবণ শিহাবের আজকের অধিবেশন।

আমার খুব কাছের অথচ দূরের বন্ধু জন রানা (রুদ্র বাদল)'র "ঊর্বশি" কবিতার লাইনগুলো আমার সারা জীবন মনে থাকবে। SUST যখন জ্বলছিল কদিন আগে, রাতে একের পর এক কল আসছিল তার কাছে, আর তিনি রাসেল ভাইয়ের সঙ্গে ইটালিয়ান কড়া বিয়ার খেয়ে ছাদ ভাসিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে নাকি বলছিলেন, "রোম যখন পুঁড়তেছিল, নিরো বাঁশি বাজাইতেছিল। আর আজকে SUST যখন পুঁড়তেছে- তখন সর্বহারার এক নায়ক মদ খাইয়া ছাদে ইংরেজী কবিতা চর্চা করতেছিলো! বাহ! হোয়াট আ কো ইন্সিডেন্স!" তারপর আমার বন্ধু শাহনূরের ঘাড়ে ঝুলে পরে বলল, "কান্ট্রি রোড- টেক মী হোম........ দোস্ত, আমি তো আদ্দ্যেক গেছি। তুই হইলি কান্ট্রি রোড। আমারে হোমে লয়া যা....." "ঊর্বশি আজ কেমন করে ফিরবি রে তুই ঐ সুখ ভরা স্বর্গটাতে? তোর ঐ ডানা কেটে রেখে দেবো মোর দুঃখ ভরা অন্তঃপুরে......." (ঊর্বশি) { এখানে সবাইকে বিদায়।

আমি আমার ফ্রেন্ডকে চিঠি লিখবো এখন। }  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।