আমাদের কথা খুঁজে নিন

   

তিস্তায় পানিবিদ্যুতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি

ভারতের সিকিম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে বাঁধ দিয়ে পানিবিদ্যুত্ প্রকল্প তৈরিতে আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল বুধবার রাজ্য সচিবালয় মহাকরণে রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের এই আপত্তির কথা জানান।
রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ সরকারকে অন্ধকারে রেখে সিকিম সরকার তিস্তা নদীতে বাঁধ দিয়ে অন্তত ১০টি পানি বিদ্যুেকন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে পশ্চিমবঙ্গ শুষ্ক মৌসুমে যেমন চাষের পানি থেকে বঞ্চিত হবে, তেমনি বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি ছাড়া হলে বন্যার আশঙ্কা থাকবে। এতে উত্তরাখন্ডের সাম্প্রতিক ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় পশ্চিমবঙ্গেও দেখা দিতে পারে।


মন্ত্রী বলেন, রাজ্য সরকারের এই আপত্তির কথা তিনি কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানাবেন। এ ছাড়া কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে তিনি কথা বলবেন।
জানা গেছে, তিস্তা নদীর ওপর ১০টি পানিবিদ্যুত্ কেন্দ্র তৈরি করার প্রকল্প রয়েছে সিকিম সরকারের। ইতিমধ্যে রাম্ভী, পূর্ব সিকিম ও কালীঝোড়া প্রকল্প তিনটির কাজ শেষ হয়েছে। আরও একটির নির্মাণকাজ চলছে।

প্রকল্পগুলোর কাজ শেষ হলে পশ্চিমবঙ্গে আর তিস্তার পানি পাওয়া যাবে না।
সেচমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি ছাড়া প্রকল্পের কাজ করা যাবে না। কেন্দ্রীয় সরকার তিস্তার পানি নিয়ে দ্বিচারিতা করছে। একদিকে তিস্তার পানি বণ্টনে বাংলাদেশের সঙ্গে চুক্তি করছে, অন্যদিকে সিকিম সরকারকে পানিবিদ্যুত্ প্রকল্প তৈরির অনুমতি দিচ্ছে। এতে কার্যত এই তিস্তার পানি থেকে বঞ্চিত হতে চলেছে পশ্চিমবঙ্গ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।