বেশ কিছুদিন আগে সামুতে পরপর ২দিন জুমলা গুরু প্রোয়োজন লিখে পোষ্ট দিয়েছিলাম। আমার সাথে ২জন যোগাযোগ করেছিল। একজন কাজের নমুনা শুনে বল্লো তার রেট ঘন্টায় ২০ ডলার। আমি বল্লাম সমস্যা নেই। উনি পরে বল্লো সময় নেই।
আর একজন কয়েকিদিন যোগাযোগ করে যোগাযোগ বন্ধ করে দিল। এর আগে এক বড় ভাই ( মাল্টিন্যাশনাল কোম্টানির ওয়েব ডেভলাপার) অনেকদিন থেকে বলছিলো তারা নতুন ওয়েব ডেভলপার কোম্পানি চালু করেছে কাজ দেয়ার জন্য। আমি তাকে কাজের নমুনা বল্লাম। উনি বল্লো ২ সপ্তাহ লাগবে ৩০,০০০ টাকা নেবে। ২ সপ্তাহ পরে বল্লো আরো ১ সপ্তাহ লাগবে।
অবশেষে ৪ সপ্তাহ পরে দেখলাম উনি এখনো টেমপ্লেটাও ঠিক করতে পারেননি। যখন উনাকে বল্লাম আজতো শেষ দিন শেষ করতে পারবেন? উনি বল্লো এখনোতো ৫/৬ ঘন্টা বাকি আছে। আমি বল্লাম ৪ সপ্তাহে যা করতে পারেননি ৫/৬ ঘন্টায় পারবেন!!! উনি রেগে বল্লো আপনার কাজ করবো না। আমি তখনই উনার সমস্ত কাজ সার্ভার থেকে ডিলেট করে দিলাম। এর পর নিজেই কাজ শুরু করলাম।
উনি ১ মাসে যা পারেনি আমি ২ রাতে তা শেষ করলাম। কিন্তু আমার পক্ষে পুরুটা করা সম্ভব ছিলোনা।
অবশেষে ইল্যাস্স নামক এক ওয়েবসাইট থেকে ইন্ডিয়ান একজনকে হায়ার করলাম। সে ভালো করে কাজ না বুঝেই কাজ নিয়েছিলো। ২ দিনের মাথায় জানালো সে পারবে না।
আমি তার সম্পর্কে খারাপ কমেন্ট বা টাকা দাবি করতে পারতাম। কিন্তু কিছু না করে আরেকজন যে অফার করেছিলো তাকে কাজটা দিলাম। সে ২সপ্তাহে বাকি কাজটা করলো। আসলে খুব জটিল কোন কাজ ছিলোনা। আমি চাচ্ছিলাম কেউ ওয়েবসাইটে রেজিস্টার করলে তার মোবাইল নম্বর যেন ভেরিফাই করা যায়।
পরে সে যখন কোন কার্ড কিনবে পিন নম্বর যেন সরাসরি তার মোবাইলে চলে যায়। পে করতে পারবে ২ ভাবে। পেপাল অথবা আমাকে সরাসরি টাকা দিলে আমি তার একাউন্টে ক্রেডিট যোগ করে দেব। সেই ক্রেডিট দিয়েও কার্ড কিনতে পারবে। আর পিন নম্বর ডাটাবেজে সেভ ও কোয়ারি।
অর্থাৎ কোন কার্ড কয়টা বিক্রি হলো, লাভ কতো হলো এইসব।
আসলে আমি চাচ্ছিলাম টাকাটা দেশের ছেলেরা পাক। আমাদের দেশেতো ভালো কাজ জানা অনেকেই আছে। কিন্তু পারলামনা।
যাইহেোক অবশেষে কাজ শেষ হয়েছে।
সাইটটা কেমন হলো বলেন দেখি
এ২জেডফোনকার্ড.কম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।