আমাদের কথা খুঁজে নিন

   

ইনডিয়ার গুণ্ডামি ও একজন মন্ত্রীর অমৃত বচন

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। সীমান্তে হরহামেশা যে নিপীড়ন চলছেন, তাকে বৈধ করে দিয়েছে আমাদের মন্ত্রী আশ রা ফুল। বেচারা না হয় ইনডিয়ান কন্যা নিয়ে সংসার করেন, তাই বলে তাকে এক্কেবারেই তাদের কাছে হাত কচলিযে নেতিয়ে পড়তে হবে কোন দু:খে। বাসায় গেলে কী খুব সমস্যা হয়।

আমাদের বড়ই দুর্ভাগ্য যে, এ রকম লোকজন আমাদের দেশে মন্ত্রী হয়। তাদের অমৃত বচন আমাদের শুনতে হয় , কান খোলা রেখে। ভারতীয় বিএসএফ যারা, পেশাগতভাবে সীমান্ত রক্ষী নয়, গুণ্ডা, তাদের পক্ষে এ দেশে কথা বলা লোকের সংখ্যা একেবারেই কম নয়। কিন্তু তাই বলে একজন মন্ত্রী, একজন সরকারের মুখপাত্র এভাবে বলতে পারেন, এটা একুশ শতকের এ বটতলায় না দাঁড়ালে বুঝতেই পারতাম না। মাননীয় মন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করবেন, এ আশা করতে পারি না।

তবে এ টুকু আশা করতে পারি সামনে তিনি আরো সংযত মন্তব্য করতে পারেন। এতে তারও উপকার হয়। আমাদেরও হয়। সে আশার প্রহর গুনছি, যদিও তা দেখার সুযোগ হবে কিনা জানি না। কারণ এমন এক সময়ে আছি , যেখানে বিনা নোটিশে মানুষ গুম হয় পরে লাশ পাওয়া যায়, না হয় লাশের ঠ্যাং।

অথবা সীমান্তে বিএসএফ গুণ্ডাদের ষণ্ডামি। নিপীড়ন অত: পর ক্ষত চিহ্ন নিয়ে হায়াত থাকলে দেশে ফেরা। নইলে জীভন দিয়ে প্রমাণ করা ভারত , তুমি আমার প্রিয় বন্ধু। কেউ ইচ্ছে করে এ সব হয় না। তবুও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.