সাদামনের মানুষ আমি : প্রথমতো সবকিছু সন্দুররূপেই দেখতে চাই... একদিন এক শিক্ষক ক্লাসে তার ছাত্রদের বললেন, তারা সবাই যেন সামনের দিন তাদের সাথে প্লাস্টিকের ব্যাগে করে আলু নিয়ে আসে; ঠিক করা হল প্রতিটা আলুকে তারা ঘৃণা করে এমন একজন মানুষের নাম দেয়া হবে; তো এভাবে আলুর সংখ্যা হবে তারা ঘৃণা করে এমন মানুষের সংখ্যার সমান পরের দিন সবাই নাম দেয়া আলু নিয়ে ক্লাসে আসলো; দেখা গেল, কেউ নিয়ে এসেছে দুইটা আলু, কেউ তিনটা, এমনকি কেউ কেউ পাঁচটা পর্যন্ত আলু নিয়ে এসেছে এরপর শিক্ষক তার ছাত্রদের বললেন, তাদের সবার কাজ হচ্ছে আগামী এক সপ্তাহ তারা যেখানে যাবে সেখানেই আলুগুলোকে তাদের সাথে করে নিয়ে যেতে হবে; দুই-একদিন পর দেখা গেল ছাত্ররা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া আলুর গন্ধ নিয়ে অভিযোগ করছে; আর যেসব ছাত্রদের কাছে অনেকগুলো করে আলু ছিল, তারা বলতে লাগলো সবসময় এত ভারী আলু সাথে রাখা অনেক কষ্টকর; অবশেষে এক সপ্তাহ পার হওয়ার পর সবাই আলু সাথে রাখা থেকে মুক্তি পেল এবার শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন, “তোমাদের এই এক সপ্তাহ কেমন কাটলো?” সবাই সাথে সাথে আলুর পঁচা গন্ধ আর ভার নিয়ে অভিযোগ করা শুরু করল তখন শিক্ষক বললেন, “ব্যাপারটিকে তোমরা যাদেরকে ঘৃণা কর বা পছন্দ কর না তার সাথে তুলনা কর; এই ঘৃণা তোমাদের হৃদয়ের জন্যে ক্ষতিকর এবং সমাজের জন্যও; তোমরা মাত্র এক সপ্তাহের জন্যে পঁচা আলুর গন্ধ সহ্য করতে পার নি, তাহলে চিন্তা করে দেখ তোমাদের ঘৃণাতুল্য ব্যক্তি, যাদের তোমরা সারাজীবন বহন কর, তা তোমাদের হৃদয়ের ও সমাজের উপর কতটা বিরুপ প্রভাব ফেলে?” সারকথা : আমাদের হৃদয় অনেক সুন্দর একটা বাগান, এখান থেকে নিয়মিত আগাছা উপড়ে ফেলা উচিত; যা বা যারা ঘৃণার যোগ্য, তা উপরে ফেলতে হবে নতুবা পরিবর্তন; আর তা না হলে অবশ্যই সঙ্গ ত্যাগ; নিজের ও সমাজের স্বার্থে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।