নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন ক্যাবলাকান্ত বহুক্ষন যাবৎ শলার কাঠি দিয়া তাহার গাধার ন্যায় বিশাল কানের মধ্যে খোচাইতেছিল আর উ আহ প্রভৃতি বিচিত্র ধরনের শব্দ করিতেছিল। তাহার পাশে অধোবোধনে বোদাই ও তাহার সাঙ্গ পাঙ্গরা যে খাড়াইয়া আছে সে দিকে তাহার কোন খেয়াল আছে বলিয়া বিশেষ মনে হইল না। বোদা্ই অনেকক্ষন যাবৎ উসখুশ করিতেছিল কিন্তু কিভাবে বলিবে তাহাই ভাবিয়া পাইতেছিল না।
তাহার দিক হইতে কোন সাড়া শব্দ না পাইয়া ছাগু রাম গেডি বাকাইয়া কহিল, আমি আর পারমু না । ক্যাবলা কানের মধ্যে কাঠিখানা একটু বেশিই প্রবেশ করিয়ছিল সে আরামের সাথে উহু করিয়া উঠিল ।
অতপর ছাগুরামের দিকে সরোষে তাকাইয়া কহিল । কিছূ কি বলিল । ছাগুরাম ক্যাবলাকান্তর চেহারার দিকে তাকাইয়া বেমালুম পুর্বের কথা উল্টাইয়া ফেলিল তাহার মুলার ন্যায় দন্ত বিকশিত করিয়া কহিল না, কচ্ছিলাম কি আপনার কি সরিষার তেল লাগিবে । কাঠি দিয়া কান খোচানোর সময় একটু সরিষার তেল দিলে কানে আরাম বোধ হয়।
ক্যাবলাকান্ত উহার দিকে করুনার দৃষ্টিতে তাকাইয়া কহিল, থাক লাগিবে না ।
তোরা বরং কি জন্য আসিয়াছিস তাহা বল ।
মদনা এতক্ষনে একটু সাহস পাইয়া কহিল এর একটা বিহিত তোমাকে করিতে হইবে, নইলে কলাম আর আমরা তোমার সঙ্গ দিতি পারবো না। ও ব্যাটা ছাওয়াল বোদাই, সেই দিন রাস্তা দিয়া যাওয়ার সময় বিলকিস বানু উহাকে দেখিয়া নুরানী ভেটকি মারিছে।
ক্যাবলাকান্ত কান হইতে কাঠি বের করিয়া, চোখের সামনে আনিয়া ময়লা খান পরিষ্কার করিতে করিতে বলিল; হমম, ওকে দেখিয়া তো আমার হাসি পায়, আর বিলকিসতো যোবনবতী যুবতী কন্যা, তাতে এত গোলের আবশ্যকতা কি?
মদনা কহিল, গোল হইবে না সেইদিন আবার ওই পথ দিয়া যাইবার সময় বিলকিস বানু তাহার সখিগনকে লইয়া চোখে কাজল মাখিয়া তাহাকে চোখ টিপি মারিয়াছে।
ক্যাবলাকান্ত কান হইতে কাঠি বের করিয়া কহিল ।
তা ও যুবতী কন্যা সে বোদাই কে দেখিয়া চোখ মারিবে তাতেই বা দোষের কি?
ছাগুরাম এন্মিতেই একটু মাথা মোটা বলিয়া সূখ্যাতি রহিয়াছে । সে চটিয়া কহিল, দাদা সে দিন বিলকিস বানু তাহার সখিগন একত্রে মিলিয়া বোদাইকে 10 মিনিটের র্যা র্যাগিং দিয়াছে । বোদাই স্লান করিতে গেলে বিলকিস বানু ও তাহার সখিগন তাহার বস্ত্রহরন করিয়া তাহাকে অর্ধ নগ্ন অবস্থায় বাসায় যাইতে বাধ্য করিয়াছে । সেই হইতে বোদাই লজ্জায় আর জনসম্মুখে আসিতে পারিতেছে না।
ক্যাবলাকান্ত এতক্ষন বাদে কাঠিখানা কান হইতে বার করিয়া কিছু ক্ষন ঝিম মারিয়া কহিল, তোরা এই বলিবার জন্য আমার মূল্যবান ১ ঘন্টা অপচয় করিয়াছিস।
আমি এখন এই সব বিষয় লইয়া মোটেই চিন্তিত না । করিবার মত বহু কাজ এখন পরিয়া আছে ।
বোদাই ও তাহার দলবল অধোবোধনে নিরাশ হইয়া প্রস্তান করিবার সময় ক্যাবলাকান্ত ছাগুরামকে উদ্দেশ্য করিয়া কহিল, পুনরায় আসিবার সময় এক ঘটি সরিষার তেল লইয়া আসিস । কান চুলকাইতে আরাম হইবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।