আমাদের কথা খুঁজে নিন

   

আজ সকাল থেকে যে ভালো কাজগুলো করলাম

কাগজের এই নৌকো আমার যদি ময়ূরপঙ্খী হয়ে যেত, জল্পনা-কল্পনা-গল্প না হয়ে সত্যি কথাই হয়ে যেত...আমি যদি তোমাকে সঙ্গে পেতাম, দু:খ-সুখের দোলায় ভেসে ভেসে সাত-সমুদ্রে হারিয়ে যেতাম... সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই উপলব্ধি করলাম যে, আজকের দিনটা থেকেই ভালো কিছু কাজ করা শুরু করি, যতটুকু সম্ভব আমার একার পক্ষে। যে কাজগুলো করা শুরু করলাম: *************************************** ১. দাঁত ব্রাশ করার সময় ভারতীয় কোলগেটের টুথপেষ্ট (নতুন কেনা) দ্বিধাহীনভাবে ময়লার ঝুড়িতে ফেলে দিলাম। ২. সকালবেলাতেই অফিসের কলিগ আনসার সাহেব আমার এয়ারটেল নম্বরে কল করলেন। উনাকে ৫ মিনিট পর কল ব্যাক করবো বলে মোবাইল সেট থেকে এয়ারটেলের সিম খুলে নিয়ে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভেঙ্গে ফেললাম। তারপর পুরনো টেলিটকের সিমটা মোবাইলে ভরে নিয়ে আনসার ভাইকে কলব্যাক করলাম।

৩. আমি চিপস খুব পছন্দ করি। আর ভারতীয় 'লেইস চিপস' আমার ফেবারিট। বাসায় থাকা সবগুলো লেইস চিপস নিচের কনফেকশনারী দোকনটিতে ফেরত দিয়ে বাজারে নতুন আসা 'আলুজ' চিপস কিনে নিয়ে এলাম। (দোকানদার চেনা পরিচিত বলে সব চিপস ফেরত নিলেন এবং একটু হতাশ হলেন) ৪. সিগারেট খাওয়ার সময় প্রায়ই আমি অভ্যেসবশত: ভারতীয় Chlormint, Alpenliebe, centerfresh, mentos, air action - এই চকলেটগুলো খাই। আজথেকে এইগুলা বাদ দিলাম।

৫. বান্ধবীর বার্থডে'তে ভারতীয় Archies greetings card গিফট করবো ভেবেছিলাম। একটু পরে পল্টনে গিয়ে আজাদ প্রোডাক্টস-এর কার্ড কিনবো। ৬. মাথার চুলে Set Wet জেল ব্যবহার করতাম। নতুন কেনা জেলটা ওয়েন্টবিনে ফেলে দিলাম। ৭. বহুদিনের ব্যবহৃত ভারতীয় বাজাজ ডিসকভার মডেলের মোটরসাইকেলটার দিকে তাকিয়ে একটু মায়া হলো।

এ্যাত দিনের সঙ্গী আমার। ওকেও খুব শীঘ্রই ঘর ছাড়া করবো। ৮. আমার মা নিয়মিত ভারতীয় বিনোদন পত্রিকা 'সানন্দা' রাখতেন। সকালেই পেপারওয়ালাকে বলে দিয়েছি, আর যেন সানন্দা না দেয় বাসায়। ৯. আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি।

সন্ধ্যার পর একটা ফ্যামিলি মিটিং করবো, সেখানে আমার বয়:জ্যেষ্ঠ্য থেকে শুরু করে বাড়ির কাজের মেয়ে - যারা সবাই হিন্দী সিরিয়ালের ভক্ত, সবাইকে অনুরোধ করবো, হিন্দী কিংবা ভারতীয় কোন চ্যানেল যেন বাসায় আর না দেখে কেউ। প্রয়োজনে এই সব ভারতীয় চ্যানেলগুলো লক করে রাখবো। ১০. ভারতীয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট 'অরকুট' থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। ১১. ভেবেছিলাম সামনের ছুটিতে ভারতে ঘুরতে যাবো। এই প্ল্যান এখন পুরাই বাদ।

একজন বাংলাদেশী সচেতন নাগরিক হিসেবে এ্যাত দিন ভারতীয় পণ্য ব্যবহার করে আমি নিজে অনুতপ্ত। আপাতত: উপরের কাজগুলো করেছি এবং এখন থেকে সদা সতর্ক থাকবো, যেন কোন অবস্থাতেই আমি নিজে অন্ত:ত ভারতীয় কোন পণ্য স্বজ্ঞানে না কিনি এবং অন্যকেও ভারতীয় পণ্য ব্যবহার করা থেকে বিরত রাখতে পারি। আরও একটি ব্যাপার, যারা মুখে নিজেদের বাংলাদেশী বলে পরিচয় দেন অথচ মনে মনে ভারতপ্রেমী, তাদের থেকেও সর্বদা সতর্ক থাকবো এই আশা করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।