আমাদের কথা খুঁজে নিন

   

উহ আহ শব্দ এবং কিছু মজার অভিজ্ঞতা

কিচ কিচ কুচ কুচ কাচ কাচ কোচ কোচ!!! একই ধরণের চারটা ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘটনা এক# আমার বন্ধু কুদ্দুস। ক্যাডেট কলেজে ভর্তি হবার পর কুদ্দুসকে জিজ্ঞাসা করা হল, এই কুদ্দুস, তুমি এর আগে কোন স্কুলে ছিলা? কুদ্দুস বলল, চুয়াডাঙ্গা সরকারী বালিকা বিদ্যালয়। প্রশ্নকর্তা তব্দা খেয়ে বললেন, কি বললা? বালিকা বিদ্যালয়? কুদ্দুস বলল, জি। ঐটা বালিকা বিদ্যালয় ছিল নামে, কামে না।

কারণ ঐখানে ছেলেও পড়ত। প্রশ্নকর্তা আবার তব্দা খেয়ে বললেন, কয়টা ছেলে পড়ত? কুদ্দুসের উত্তর, একটাই ছেলে পড়ত। সেটা হচ্ছি আমি। ঘটনা দুই# মেডিকেলে এসে আসিফের সাথে পরিচয়। তো আসিফের কাহিনী এরূপ... এসএসসি দিয়ে আসিফ ঢাকা শহরের বিভিন্ন কলেজ চষে বেড়াচ্ছে, একটাও পছন্দ হচ্ছে না।

অবশেষে একটা কলেজ বাইরে থেকে দেখে তার বেশ পছন্দ হল। লোকমুখে শুনল, এই কলেজের রেজাল্ট বেশ ভাল, প্রতি বছর নাকি হালি হালি এ প্লাস পায়। ব্যস, বীর বিক্রমে আসিফ কলেজের গেট দিয়ে ঢুকে গেল। গার্ড তাকে পাকরাও করল সাথে সাথেই। কই যান? অফিসে।

ক্যান? ভর্তি হব। কারে ভর্তি করাইবেন? আপনার বইন? না, আমি ভর্তি হব। গার্ড তব্দা খেয়ে বলল, বুদ্ধি কি হাঁটুতে নিয়া ঘুরেন? এইটা মাইয়াগো কলেজ জানেন না? আসিফ তব্দিত ও হতাশ হয়ে ফার্মগেটের হলি ক্রস কলেজ থেকে বের হয়ে আসল। ঘটনা তিন# এই বছরের ক্যাডেট কলেজের রিইউনিয়নের ঘটনা। রিইউনিয়নের দ্বিতীয় কি তৃতীয় দিন সন্ধ্যার দিকে স্টেজে স্লো বিটের বোরিং গান হচ্ছে।

পোলাপান ত্যাক্ত বিরক্ত গান শুনে। হঠাৎ কে যেন প্ল্যান দিল, চল সামনে গিয়ে নাচি। শালাদের যদি লজ্জা হয়। ব্যস, যা ভাবা তা-ই কাজ। স্টেজের ঠিক নিচে সবার সামনে গিয়ে আমরা লাইন ধরে শুরু করলাম গ্যাংনাম।

গ্যাংনামের পর একবার ব্রতচারী ড্যান্স, একবার নাগিনী ড্যান্স, একবার মার্চ করে আর একবার হুদাই লাফাত লাফাতে স্টেজের সামনে দিয়ে বারবার আসা যাওয়া করতে লাগলাম আমরা। দর্শক গান শুনবে কি, আমাদের নাচ দেখেই অস্থির। ক্যামেরাতেও বারবার আমাদের ভিডিও করা হতে লাগল। আমাদের নাচ দেখে কোথায় সেই গায়কগোষ্ঠী পচানি ফিল করবে, তা না, তাদের উৎসাহ যেন আরও বেড়ে গেল। বীরবিক্রমে তারা আরও কিছু স্লো গান পরিবেশন করল।

সবকিছুরই শেষ আছে, ওদের গানও একসময় শেষ হল। আমরা আনন্দে হাততালি দিয়ে উঠলাম। স্ক্রিপ্ট দেখে দেখে জনৈক গায়িকা বলতে লাগলেন, "আমরা আবেগাপ্লুত...এত শক্তি এত উদ্যম দেখে আমরা সত্যি অভিভূত...পরিশেষে ধন্যবাদ জানাই ঝিনাইদহ ক্যাডেট কলেজের সকল ছাত্র-"ছাত্রী"কে..." শুনে আমরা টানা এক মিনিট তব্দিত হয়ে রইলাম এবং নিঃশ্বাস ফেলতেও ভুলে গেলাম যেন। ঘটনা চার# এইটা কার ঘটনা বলা যাবে না। বললে বুঝে ফেলবেন।

এক ছেলে এক মেয়েকে প্রাইভেট পড়ায়। মেয়ে ইন্টার পরীক্ষা দেবে, বিবাহিত। মেয়ের হাজবেন্ড ঘরজামাই, ঘরেই থাকে, কি যে করে আল্লাহ মালুম। যাই হোক, ছেলেটা যেখানে পড়ায়, তার পাশেই একটা ছোট বারান্দা আছে। ছেলেটা যখন পড়ায়, হাজবেন্ড তখন কি করে জানেন? ঐ বারান্দায় খালি গায়ে হাফপ্যান্ট পরে দাঁড়িয়ে থেকে ওয়েটলিফটিং করে।

এসময় তার উহ আহ শব্দ বেশ জোরেই শোনা যায়। প্রশ্নঃ হোয়াই হাফপ্যান্ট? হোয়াই উহ আহ শব্দ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।