আমাদের কথা খুঁজে নিন

   

রীপুর দাসত্বকারী কখনো সুফি হতে পারেনা।

ইসলাম সর্স্পকে আমাদের জ্ঞান না থাকার কারনে আজ আমরা কুকুর শিয়ালের মত হয়ে গেছি। একটা কুকুর বা শেয়াল ডাক দিলে বাকিরা যেমন কিছু না বুঝেই সমস্বরে ডাকাডাকি শুরু করে দেই আমদের অবস্তাটাও যেন তেমন। একজন মানুষ সুফি দাবী করল আর আমরা সুফি কাকে বলে ওটাই জানিনা আমরা ওনাকা সুফি বলা শুরু করে দিয়েছি। যেখানে কুরআনে পরিস্কার বলে দেয়া হয়েছে-লোক দেখানো ইবাদতকারীর জন্য রয়েছে সর্বনিক্ স্ট দোজখ। এবার বুঝুন।

ইসলামের মুল নীতি হচ্ছে পবিত্রতা অর্জন। ক্রোধ,কাম, লোভ,মোহ,মাত, মাতসর্য এইসব রীপুর সাধনা করা হচ্ছে সুফির আদর্শ। সুফি শব্দের অর্থ হচ্ছে পরিস্কার, যার চরিত্রে কোন কালিমা নাই তিনিই সুফি। যার মধ্য রিপুর চর্চা ( আত্মশুদ্ধির শিক্ষা ) নাই সে কখনো সুফি নয়। আল্লাহ আমাদের সত্যমিথ্যা বুঝার তউফিক দান করুক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.