ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা
শীতের কুয়াশা ঢাকা সকাল । এই ব্লগ প্রাঙ্গনে না এলে বুঝতাম না, আমার বন্ধুরা এত ভাল । আমি সত্যি ছুঁয়ে থাকতে চাই । পারছি না । নাগাল পাই না, অনেক কিছুর ।
ভুল গুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন । এই লেখার পর, আবার ফিরে এসে লিখব । হিম হিম সকালের উষ্ণতা সকলের জন্য । সুন্দর হোক, উজ্জ্বল হোক জীবন। প্রাঙ্গন মুখরিত হোক কলকাকলিতে ।
আজকের দিন আনন্দ মুখর হোক। নীচের কবিতা শেয়ার করছি সবার সাথে ।
মৌবনে মেঘ-রৌদ্রের ছায়ায় !!
আঙ্গিনায়, রোদ খেলে যায়
দখিনা হাওয়ায় সকরুণ সুর
বাজে, রোদ ঝিলমিল উদাস দিন
আল্পনা আঁকে মনের উঠোনে ।
হৃদয় গহীন গোপন ক্যানভাসে ,
হাহাকার তোলে চৈত্রের খরতাপ ।
সবুজ প্রান্তর পুড়ে ছারকার
ইচ্ছে,
মেঘ হয়ে ছুঁই, ঝরুক অঝোর বর্ষণ
বুকে শঙ্খ ধ্বনি বেজে যায় ।
হেমন্তের এই কুয়াশাছন্ন সাঁঝে
শিশির হয়ে ঝরে সবুজ ঘাসের পরে ।
কবৌষ্ণ হৃদয়ে স্বপ্ন বুনে চলি নিরন্তর ,
অপেক্ষার প্রহরে প্রহরে সন্তাপ ।
স্নিগ্ধ সৌরভে হৃদয়ে লতিয়ে উঠে
একটি মাধবী লতার ঝাড় ,
নিভৃততম গানে, স্বপ্নের বাগানে
হৃদয়ের ঘুলঘুলিতে , স্বপ্নের অলিন্দে
মৌবনে মেঘ রৌদ্রের ছায়ার খেলায়
সব খুঁজে তোলপাড়,
কার কাছে যাই, কারে বলি কেউ নেই
কোথাও নেই , কেউ আজ
কারো নাম মনে পড়ে না তো !
বিস্তীর্ণ সবুজ প্রান্তর পানকৌরিময় বিল পেরিয়ে
সেই সুর,
আজও প্রতিধ্বনিত হয় নলখাগড়া বা ঝাউ বনের পাতায় পাতায় !
নিজের অপারগতা স্বীকার করছি, কবি গুরুর মতন বলতে ইচ্ছে হয়,
আমি তোমার বাংলাদেশের মেয়ে
সৃষ্টি কর্তা পুরো সময় দেননি
আমাকে মানুষ করে গড়তে
রেখেছেন আধাআধি করে ।
অন্তরে বাহিরে মিল হয়নি-
সেকালে আর আজকের কালে,
মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে,
মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় ।
আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকায়-
চলা আটক করে রেখেছেন
কালের স্রোতের ওপারে বালুডাঙ্গায় ।
রবি ঠাকুর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।