সমস্তটা চাইতে যদি একটিবার স্বপ্নগুলো পেত আজ পূর্ণতা ! ভাঙ্গা স্বপ্নের টুকরো নিয়ে বুকে ভিজতোনা আর দুটো চোখের পাতা ! সমস্তটা চাইতে যদি একটিবার থাকতাম আমি এখন বড় সুখে ! ছুটতে তুমি আমার আকাশ জুড়ে মেঘের পালক গুঁজে নিয়ে বুকে ।। সমস্তটা চাইতে যদি একটিবার থাকতোনা মন অর্ধেকটা ফাঁকা শূণ্য আকাশ উঠোন বাড়ির মাঝ থাকতোনা আর মরুভুমির খা খা !! সমস্তটা চাইতে যদি একটি বার দেখতে মনে কত্ত ফুল ফুটে ! তুলতুলে ঐ মেঘের ডানায় বসি যেতাম দুজন চাঁদের দেশে ছুটে !! সমস্তটা চাইতে যদি একটিবার দেখতে মনে কত্ত পাখি উড়ে ! কুকিলেরই মধুর গানে গানে ভালবাসা থাকতো প্রাণ জুড়ে !! সমস্তটা চাইতে যদি একটিবার ঐ আকাশে বসতো তারার মেলা ! জোনাকিরই মালা গলায় পরে খেলতাম আজ ভালবাসার খেলা !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।