আমাদের কথা খুঁজে নিন

   

চ্যালেঞ্জঃ মেয়েটার কথা শুনে চোখের পানি আটকাতে পারবেননা।

বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার। আমরা নজরুল ইসলাম হতে চাই, কিন্তু দুখু মিয়া হতে চাই না। আমরা নজরুলকে কখন সম্মান দিয়েছি জানেন? যখন তিনি নির্বাক হয়ে গেছেন। আর যখন তিনি সম্মান পাবার চিলেন তখন তাঁকে জেলে পুরেছি। আমরা পুষ্পমাল্য চাই না শুধু দুবেলা খাবার নিশ্চয়তা চাই। ....আজকে এখানে অনেক এরকম ডানাকাটা পাখি আমরা রয়েছি, যাদের পাখাগুলো কাটা, আমাদের মনোবল দরকার...ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পরেও আমাকে চিন্তা করতে হয়েছে আমি ওখানে পড়তে পারব কিনা...আমি যে এখানে পড়তে আসব, ভাড়াটা পর্যন্ত যোগাড় করা...আমি ভাইভা দিতে যাইতে পারব তো? ভর্তি হতে যাইতে পারব তো?....একজন স্টুডেন্ট গোল্ডেন প্লাস পেয়েছে আরেকজন ও গোল্ডেন প্লাস পেয়েছে একজনের টেবিলে তার মা দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে, আর আরেকজনকে চিন্তা করতে হয় পরেরদিন সকালে সে কি খাবে..." ভিডিওটি দেখছিলাম আর মেয়েটির কথা শুনছিলাম.... সে কথা শুরু করার কিছুক্ষন পর থেকেই উপলব্দি করলাম আমার গলাটা শুকিয়ে আসছে... কিছুক্ষন পর দু-ফোঁটা জল আমার চোখের কোনায় জমা হল... ভিডিওর সময় বাড়ছে ধীরে ধীরে আমার চোখেও জল বাড়ছে... ভিডিওটি যখন শেষ হল দেখলাম আমার দু'গাল বেয়ে জল নেমে গেছে... বড় হওয়ার পর বেশ কয়েকবার আবেগী হয়ে চোখে দু-এক ফোটা জল জমেছিল কিন্তু এভাবে কখনো গড়িয়ে জল পড়েনি... মেয়েটা আমাকে কাঁদিয়েই ছাড়লো.. ভিডিওটা দেখুন মনে হয় আপনার সাথেও একই ঘটনা ঘটবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।