A man who is not afraid is not aggressive, a man who has no sense of fear of any kind is really a free, a peaceful man আমি নিশ্চিত, যে ভিডিও ক্লিপ দেখে আমার গায়ের রক্ত টগবগ করে ফুটছে, সে একই ক্লিপ দেখে কিছু এদেশী কুত্তাদের মন মেজাজ খারাপ হচ্ছে এই ভেবে কেন শালা বিএসএফ এই ঘটনা ভিডিও করতে গেল!! আফসোস এত রাতে কোন ইন্ডিয়ার দালালরে কাছে পাইলাম না। এখনও আমার কানে ঐ কান্না আর মিনতি-র চিত্র যেন ভাসছে। নিজেকে সামলানো খুব কষ্টের। ও আমার দেশের সন্তান!! একটি স্বাধীন দেশের, যে দেশের নাগরিক আমিও। একথা ভাবলে নিজেকে খুব ছোট লাগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।